ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাংবিধানিক প্রক্রিয়া উল্টে দেয়াই বিএনপির লক্ষ্য ॥ মেনন

প্রকাশিত: ০৪:২০, ৩০ জুলাই ২০১৭

সাংবিধানিক প্রক্রিয়া উল্টে দেয়াই বিএনপির লক্ষ্য ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ আগামী নির্বাচনে নিজেদের পরিণতি জেনেই বিএনপি পরিকল্পিতভাবে নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে। সংবিধান ও সাংবিধানিক প্রক্রিয়াকে উল্টে দেয়াই তাদের লক্ষ্য। এটা প্রতিদিনই স্পষ্ট হচ্ছে বিএনপি তার ষড়যন্ত্রের রাজনীতি থেকে এতটুকু বিরত হয়নি। এবং তা বাস্তবায়নের জন্য তারা এখন থেকেই ক্ষেত্র প্রস্তুত করছে। শনিবার সকালে তোপখানা রোডে পার্টি কার্যালয়ে ঢাকা মহানগরী কমিটির সভায় দলের সভাপতি রাশেদ খান মেনন এসব কথা বলেন। সভায় মেনন বলেন, নির্বাচন আসলেই প্রতিবারই নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়। অথচ সংবিধানে এর সুস্পষ্ট বিধান রয়েছে। সহায়ক সরকার বলে সংবিধানে কোন বিধান নেই। অবস্থিত সরকারই সব গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশনকে নির্বাচনে সহায়তা করে থাকে। বাংলাদেশেও সেই একই পদ্ধতি অনুসৃত হচ্ছে। এ নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নাই। সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, পার্টির শক্তি বৃদ্ধি ও সংহত করেই বামশক্তি গড়ে তুলতে হবে। ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায় রাজনৈতিক-সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সম্পাদকম-লীর সদস্য মোঃ তৌহিদ, কমরেড আলী শিকদার, সদস্য শাহানা ফেরদৌসী লাকী, বেনজির আহমেদ, আবুল কালাম আজাদ, মুর্শিদা আখতার নাহার, কাজী আনোয়ারুল ইসলাম টিপু, মুতাসিম বিল্লাহ সানী প্রমুখ। ৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের নতুন কমিটি বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশনের ৩৩তম ব্যাচের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে ব্যাচের প্রথম সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সহকারী সচিব মোঃ মতিউর রহমান শামীম এবং সাধারণ সম্পাদক হয়েছেন সহকারী কমিশনার মোঃ মাজহারুল ইসলাম। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করেন ব্যাচের সাধারণ সদস্যরা।
×