ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিসিসিআইর সেমিনারে তৌফিক-ই-ইলাহী

ইপিজেডের শিল্পের জন্য তেলচালিত বিদ্যুতকেন্দ্রের অনুমতি মিলবে

প্রকাশিত: ০৪:২০, ৩০ জুলাই ২০১৭

ইপিজেডের শিল্পের জন্য তেলচালিত বিদ্যুতকেন্দ্রের অনুমতি মিলবে

স্টাফ রিপোর্টার ॥ রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় শিল্প কারখানার জন্য ব্যবসায়ীরা তেল চালিত বিদ্যুত কেন্দ্র নির্মাণ করতে চাইলে সরকার অনুমতি দেবে। প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীরবিক্রম ব্যবসায়ীদের আয়োজিত একটি সেমিনারে শনিবার এ কথা বলেছেন। রাজধানীর লেকশোর হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) জ্বালানি নিরাপত্তা ২০৩০ ঃ চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনারটি আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা জানিয়েছেন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি আমদানি শুরু হলে গ্যাস সংকটের ৫০ ভাগ সমাধান হবে। তিনি জানান, ২০১৯ সালে পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র উৎপাদনে আসবে। বিশেষ অঞ্চলে শিল্প কারখানা স্থাপনের বিষয়টি গুরুত্ব দিচ্ছে সরকার। এর আগে সরকারের পক্ষে ঘোষণা দেয়া হয় বিশেষ অঞ্চলে শিল্প কারখানা করলে সরকারও গ্যাসও দেবে। ইতোমধ্যে সরকার ১০০ ইপিজেড নির্মাণের ঘোষণা দিয়েছে। যার অনেকগুলোর কার্যক্রম এর মধ্যে শুরু হয়েছে। এদের মধ্যে অন্তত ৪২টিতে বিদ্যুত সরবরাহের জন্য লাইন নির্মাণ করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। সরকারের কার্যক্রমের মধ্যেই শনিবার উপদেষ্টা এই ঘোষণা দিলেন। উপদেষ্টা বলেন, সরকার ব্যবসা-বাণিজ্যের ধারাকে বেগবান করার জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে এবং অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিভিন্ন মাত্রায় বিদ্যুত ব্যবহারকারী শিল্প-কারখানা স্থাপনের আহ্বান জানান। তিনি জানান, ইতোমধ্যে রামপালের কাজ শুরু হয়েছে। আর পায়রা বিদ্যুত কেন্দ্রর কাজ অনেকটা এগিয়েছে। বিদ্যুত কেন্দ্রটি ২০১৯ সালে উৎপাদন শুরু করবে। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে বিদ্যুত খাতের সিস্টেম লস সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা হবে এবং নির্ভরযোগ্য বিদ্যুত সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সেমিনারের স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, দেশের অর্থনীতির প্রবৃদ্ধির ধারাকে অব্যাহত রাখার স্বার্থে জ্বালানি উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। তিনি ভবিষ্যত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্থলভাগ এবং সাগরে গ্যাস অনুসন্ধানে গুরুত্বারোপ করেন। নির্ধারিত আলোচনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান ড. সেলিম মাহমুদ, পিআরআই’র নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মানসুর, এনার্জি এ্যান্ড পাওয়ার ম্যাগাজিন’র সম্পাদক মোল্লা এম আমজাদ হোসেন, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট’র কারিগরি পরিচালক ড. মুশফিকুর রহমান এবং ইসিপিভি চিটাগাং লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রেজওয়ানুল কবির অংশগ্রহণ করেন।
×