ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে প্রশিক্ষণের স্বীকৃতি চান ৮ হাজার মুক্তিযোদ্ধা

প্রকাশিত: ০৪:১৩, ৩০ জুলাই ২০১৭

ভারতে প্রশিক্ষণের  স্বীকৃতি চান  ৮ হাজার  মুক্তিযোদ্ধা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মহান মুক্তিযুদ্ধের সময় পাকসেনাদের রুখে দিতে তারা ভারতে প্রশিক্ষণ নেন। সেই প্রশিক্ষণের রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়েছেন ৮ নম্বর সেক্টরের প্রায় ৮ হাজার মুক্তিযোদ্ধা। যশোরে শনিবার দাবি সম্বলিত সভা করে এ বিষয়ে তারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। শহরের আবদুস সামাদ মেমোরিয়াল একাডেমিতে অনুষ্ঠিত সভায় যশোর, কুষ্টিয়া, মাগুরা, গোপালগঞ্জ, ফরিদপুর, চুয়াডাঙ্গাসহ ৮ নম্বর সেক্টরের শতাধিক মুক্তিযোদ্ধা প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভার সভাপতি ও কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাসিম উদ্দিন আহমেদ জানান, ১৯৭১ সালে বাংলাদেশের ৮ নম্বর সেক্টরের যশোর, কুষ্টিয়া, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার প্রায় ৭/৮ হাজার মুক্তিযোদ্ধা ভারতের বীরভূম জেলার রামপুরহাট সেনানিবাসে প্রশিক্ষণ গ্রহণ করেন। যাদের নামের তালিকা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের ৮ নম্বর জিবি ভলিউমে সংরক্ষিত আছে। ভারতের অন্যান্য ক্যাম্পের বীর মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ সরকার স্বীকৃতি দিয়েছে। কিন্তু বীরভূম ক্যাম্পের পূর্ণাঙ্গ তালিকা না থাকার কারণে এখনও স্বীকৃতি দেয়া হয়নি। তবে তাদের ৃনামের তালিকা মুক্তিযোদ্ধা গেজেটে ও লাল মুক্তিবার্তায় লিপিবদ্ধ আছে। তারা সবাই রাষ্ট্রীয় মাসিক ভাতাও ভোগ করছেন। সভায় বক্তব্য রাখেন ফরিদপুরের খলিলুর রহমান, চুয়াডাঙ্গার জিন্নাত আলী, গোপালগঞ্জের শাখাওয়াত হোসেন, যশোরের সিদ্দিকুর রহমান, ইসহাক আলী, শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা, ইউসুফ, মোসলেম হোসেন প্রমুখ।
×