ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্কুল ভবন পরিত্যক্ত ॥ সখীপুরে গাছতলায় পাঠদান

প্রকাশিত: ০৪:১২, ৩০ জুলাই ২০১৭

স্কুল ভবন পরিত্যক্ত ॥ সখীপুরে গাছতলায় পাঠদান

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৯ জুলাই ॥ টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাজী আজহার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র পাকা ভবনটি দীর্ঘদিন যাবত পরিত্যক্ত ঘোষণা করা হলেও নতুন ভবন নির্মিত হয়নি। ফলে গাছতলায় ক্লাস ও পর্যাপ্ত শিক্ষক না থাকায় দিনদিন বিদ্যালয়টি থেকে শিক্ষার্থী ঝরে পড়ছে। বর্তমানে বিদ্যালয়ের ৬০ ফুট লম্বা চার কক্ষের একটি জরাজীর্ণ পাকা ভবনে ও গাছতলায় পাঠদান চলছে। জানা যায়, বিদ্যালয় ভবনটির দুই পাশে দুই কক্ষের দেয়াল ভেঙ্গে পড়েছে। ভেতরে পলেস্তার খসে পড়ে রড বেরিয়ে গেছে। একজন শিক্ষক একটি কাঁঠাল গাছের ছায়ায় বেঞ্চ ফেলে সব শ্রেণীর শিক্ষার্থীদের একসঙ্গে ক্লাস নিচ্ছেন। বিদ্যালয়ের চার পাশ ঘুরে হাজিরা খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র রাখার ও শিক্ষকদের বসার কোন কক্ষ খুঁজে পাওয়া যায়নি। উপস্থিত একমাত্র শিক্ষক মোত্তালেব জানান, মোট ৯৯ শিক্ষার্থী থাকলেও এদিন ৪২ জন উপস্থিত রয়েছে। গত তিন বছর আগেই ওই ভবনটিকে উপজেলা এলজিইডির একজন প্রকৌশলী পরিত্যক্ত ঘোষণা করে গেছেন। তিন মাস ধরে দুই শিক্ষকের ২৭টি ক্লাস নিতে হয়। তাই শিক্ষার মান ও শিক্ষার্থী দিনদিন কমে যাচ্ছে। বিদ্যালয়ের তথ্যমতে, বিগত ২০১৪ সালে ১৮০ জন, ২০১৫ সালে ১৭৬ জন এবং ২০১৬ সালে ১২০ জন, চলতি বছর কমে গিয়ে দাঁড়িয়েছে ৯৯ শিক্ষার্থীতে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিএমএ ছামাদ বলেন, বিদ্যালয়ে পিয়ন নেই, ঘর নেই, প্রাক প্রাথমিকের ছবি সংবলিত বিশেষ শ্রেণীকক্ষ নেই, শিক্ষক নেই, অনেক কিছুই নেই। বিউটি আক্তার নামের এক শিক্ষক পাঁচ মাস আগে মাতৃকালীন ছুটি নিয়েছেন। আরেক শিক্ষক ওসমান গনি ১৮ মাসের প্রশিক্ষণে গেছেন। মজিবর রহমান নামের শিক্ষক গত ১৩ মে অবসরে চলে গেছেন। কাউকে এ বিদ্যালয়ে নিয়োগ দিলেও অবকাঠামোর অবনতি দেখে তদবির করে চলে যায়। নতুন ভবন পেলে আবার শিক্ষার্থী পাওয়া যাবে বলে জানান।
×