ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: ০৪:১২, ৩০ জুলাই ২০১৭

শ্রীপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে চাঁদার দাবিতে মারধর ও লক্ষাধিক টাকা লুটের মামলায় জাতীয় পার্টির নেতা সাবেক এক ইউপি চেয়ারম্যানকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- শ্রীপুরের বরমী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজ্জাক বেপারী (৫২)। তিনি শ্রীপুরের বরমী ইউনিয়নের মৃত আক্কাস আলী বেপারীর ছেলে। এছাড়াও অপর গ্রেফতারকৃত নজরুল ইসলাম (২৯) একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। মামলার বাদী ঠিকাদারী প্রতিষ্ঠান কিংডম বিল্ডার্স লিমিটেডের সাইট ইঞ্জিনিয়ার রাজিব দাস জানান, আরটিআইপি-২ প্রকল্পের অধীনে শ্রীপুরের রেলগেট হতে বরমী বাজার পর্যন্ত ৫ কিলোমিটার বিসি সড়কের কাজ করছে কিংডম বিল্ডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। এলজিইডি এ কাজের বাস্তবায়ন করছে। গত কয়েকদিন ধরে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান রাজ্জাক বেপারী ১০ লাখ টাকা চাঁদার দাবিতে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিয়ে আসছিল। চাঁদা না দেয়ায় শুক্রবার সন্ধ্যায় রাজ্জাক বেপারী ও তার সহযোগীরা রড ও লাঠিসোটা নিয়ে শিমুলতলী এলাকায় ওই প্রতিষ্ঠাণের সাইট অফিসে হামলা চালিয়ে কয়েক কর্মচারী ও শ্রমিককে মারধর করে। এসময় তারা এক লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
×