ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে গুলিতে তিন ছাত্রলীগ নেতা আহত

প্রকাশিত: ০৪:১১, ৩০ জুলাই ২০১৭

সিলেটে গুলিতে তিন ছাত্রলীগ নেতা আহত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শহরতলীর কুশিঘাট এলাকায় যুবলীগের গুলিতে ৩ ছাত্রলীগ নেতা আহত হয়েছে। এ ঘটনায় যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরসহ ৭ জনকে অভিযুক্ত করে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে যুবলীগ নেতা আব্দুল আহাদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। শুক্রবার রাতে দক্ষিণ সুরমার কুশিঘাটে জঙ্গী হামলায় নিহত ফাহিম স্মরণে গঠিত জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদের একটি অনুষ্ঠানে কথাকাটাকাটির জের ধরে যুবলীগের একটি অংশ গুলিবর্ষণ করে। এতে জাকির আহমদ খোকা ও জামিল আহমদসহ তিন ছাত্রলীগ নেতা আহত হন। জাকির ও জামিল সহোদর। গুরুতর আহত জামিলকে শুক্রবার রাতেই ঢাকায় পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর জাকিরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এজাহারে জাকিরুল আলম জাকির ছাড়াও ১৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সেবুল আহমদ সাগর, সৈয়দ নাহিদুর রহমান সাব্বির, আব্দুর রহমান সুমেল, জুয়েল আহমদ, আব্দুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানান তিনি। এ অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, নগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তাদের সামনেই গোলাগুলির ঘটনা ঘটে। জানা যায়, জঙ্গী হামলায় নিহত ফাহিম স্মরণে ঘটিত ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ’-এর কমিটির অভিষেক ও কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাত ৮টার দিকে সংগঠনের সভাপতি স্থানীয় আওয়ামী লীগ নেতা গুলজার আহমদের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। একপর্যায়ে সাড়ে ৮টার দিকে দর্শকসারিতে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। পরমুহূর্তেই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
×