ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে আওয়ামী লীগের জনসভা আড়াই ঘণ্টা আগে স্থগিত

প্রকাশিত: ০৪:১০, ৩০ জুলাই ২০১৭

গাজীপুরে আওয়ামী লীগের জনসভা আড়াই ঘণ্টা  আগে স্থগিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে মাস্টার্সের পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে জেলা আওয়ামী লীগের পূর্ব ঘোষিত শনিবারের জনসভা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে জনসভাটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর সভা শুরুর মাত্র আড়াই ঘণ্টা আগে বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীরা জনসভা স্থগিতের বিষয়টি জানতে পারেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, জনসভা অনুষ্ঠানের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ মাঠে সব প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। শনিবার দুপুর দুইটায় এ জনসভা শুরু হওয়ার কথা ছিল। এ জনসভায় অংশ নিতে সকাল ১০টার পর থেকেই বিভিন্ন স্থান হতে নেতাকর্মীরা সভাস্থল ও আশপাশের এলাকায় এসে জড়ো হতে শুরু করে। এ সময় বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীরা জনসভা স্থগিতের বিষয়টি জানতে পারেন এবং দুপুর পর্যন্ত অপেক্ষার পর তারা এলাকা ত্যাগ করতে শুরু করেন। বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান জানান, জাতীয় বিশ^বিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠানের কথা রয়েছে ওই কলেজ কেন্দ্রে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টি জেনে পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে জনসভাটি স্থগিতের নির্দেশ দিয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। খুলনায় ছাত্রলীগের সম্মেলন
×