ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীতে গরু মহিষ চুরির হিড়িক

প্রকাশিত: ০৪:০৫, ৩০ জুলাই ২০১৭

রাঙ্গাবালীতে গরু মহিষ চুরির হিড়িক

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গরু-মহিষ চুরির হিড়িক পড়েছে। থানা পুলিশের হিসেবে সাত মাসে ২৫টি গরু-মহিষ চুরি হয়েছে। বাস্তবে এ সংখ্যা দেড় থেকে দু’শ’। অভিযোগ উঠেছে, গরু-মহিষ চুরির নেপথ্যে একাধিক শক্তিশালী সিন্ডিকেট জড়িত। সিন্ডিকেটের সদস্যরা আবার প্রভাবশালী রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত। ফলে মাঝে মধ্যে এক-দু’জন চোর ধরা পড়লেও কিছুতেই কমছে না গরু-মহিষ চুরি। পাইকারি হারে গরু-মহিষ চুরির কারণে একদিকে কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েছে। অন্যদিকে, বাণিজ্যিকভিত্তিতে গরু-মহিষ পালন ব্যাহতের আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, রাঙ্গাবালী উপজেলার সাগরপারের চরমোন্তাজ ইউনিয়নে বাণিজ্যিকভিত্তিতে সবচেয়ে বেশি গরু-মহিষ পালন করা হয়। বহু মানুষ এটিকে পেশা হিসেবে নিয়েছে। সোনারচর, চরআ-া, চরকলাগাছিয়া, চরবেস্টিন, চরকাসেমসহ কেবল চরমোন্তাজ ইউনিয়নেই ২০-২৫ হাজার গরু-মহিষ বাণিজ্যিকভিত্তিতে লালন-পালন করা হচ্ছে। উপজেলার অন্যান্য এলাকাতেও কমবেশি গরু-মহিষ বাণিজ্যিকভিত্তিতে পালন করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হানিফ মিয়া বলেন, এ বছরেই আমাদের এলাকায় এক থেকে দেড় শ’ গরু-মহিষ চুরি হয়েছে।
×