ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ০৪:০৩, ৩০ জুলাই ২০১৭

কেরানীগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৯ জুলাই ॥ ঢাকার কেরানীগঞ্জে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক যুবক (৩৫) নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত যুবক ডাকাত দলের সদস্য। ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ ও ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে সে মারা গেছে। শুক্রবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসন প্রকল্পের ভেতর নির্জন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের চারজন সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও দুটি তলোয়ার উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরনে রয়েছে সাদা লুঙ্গি। ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, শুক্রবার রাতে টহল ডিউটিকালে ডিবি এসআই কাজী আবুল বাশার জানতে পারেন ঝিলমিল আবাসন প্রকল্পের ভেতর একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর দক্ষিণ কেরানীগঞ্জ থানার দুটি টিমের সহায়তায় সেখানে অভিযান চালায় ডিবি। প্রায় ১০ মিনিট গোলাগুলির পর ডাকাতদল পিছু হটে এবং পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল নেয়া হয়ে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
×