ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে গোপন বৈঠক ॥ জামায়াতের ৪৩ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৪:০০, ৩০ জুলাই ২০১৭

সোনারগাঁয়ে গোপন বৈঠক ॥ জামায়াতের ৪৩ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে একটি চাইনিজ রেস্তরাঁয় গোপন বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের ৪৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল দশটায় সোনারগাঁ পৌরসভার লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সমানে একটি মিনি চাইনিজ রেস্তরাঁ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জিহাদী বই, লিফলেট ও ব্যানার উদ্ধার করা হয়। ওসি মোর্শেদ আলম জানান, রাজধানী ঢাকা ও ঢাকার আশপাশের জেলার জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতা করার লক্ষ্যে সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনে সোনারগাঁ মিনি চাইনিজ রেস্তরাঁয় গোপন বৈঠক করছিল। এমন সংবাদ পেয়ে সোনারগাঁ থানা পুলিশ একটি দল স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ওই চাইনিজ রেস্তরাঁটি ঘিরে ফেলে। এ সময় রেস্তরাঁর ভেতরে থাকা জামায়াত- শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে প্লেট, গ্লাসসহ বিভিন্ন সামগ্রী ছুৃড়ে মারে। এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে তারা ভেতরে অবস্থান নিয়ে লুকানোর চেষ্ট করে। অনেক নেতাকর্মী আবার রেস্তরাঁ থেকে কৌশলে পালিয়ে যায়।
×