ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘পড়ন্ত বিকেলে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী আজ

প্রকাশিত: ০৩:৫৪, ৩০ জুলাই ২০১৭

‘পড়ন্ত বিকেলে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী আজ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরী (ভিআইপি) সেমিনার হলে আজ বিকেলে ‘পড়ন্ত বিকেলে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহামান্য রাস্ট্রপতির সাবেক সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. অধ্যাপক মখদুম মুলক মাশরাফী, অতিরিক্ত সচিব গোলাম শফিক, সাবেক যুগ্মসচিব কবি সরকার মাহবুব, ডাঃ মকদুম আজম মাশরাফী, রফিক আহমেদ মুফদি, শারমিন হোসাইন, সালেম সুলেরী এবং জেনিসিস থিয়েটারের সভাপতি নূর হোসেন রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাকিলা ইয়াসমিন । অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেনিসিস থিয়েটারের সাধারণ সম্পাদক ইমন খান। আজকের এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় রয়েছেন রমিছা খাতুন-মোশাররফ হোসেন স্মৃতি সংসদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘পড়ন্ত বিকেলে’ চলচ্চিত্রের প্রদর্শনী হবে। রমিজা মোশাররফ স্মৃতি সংসদের পরিবেশনায় মাশরাফী ভাই বোনদের কবিতা সমাবেশ ও মিনা মাশরাফির গল্প অবলম্বনে ‘পড়ন্ত বিকেলে’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ফিল্মের হিরো হওয়ার স্বপ্ন দেখা রফিক ও গার্মেন্টস কর্মী রুমার জীবনের মেলবন্ধন নিয়ে গল্প ‘পড়ন্ত বিকেলে’। যেখানে স্বপ্ন ও বাস্তবতার দূরত্ব এবং শ্রমজীবী নারীর জীবনের অনেক ট্র্যাজেডি পরিলক্ষিত হয়। মোঃ নিজাম উদ্দিনের চিত্রনাট্য ও চিত্রগ্রহণে নির্মিত হয় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নূর হোসেন রানা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন খান, সুস্মিতা সুস্মি, নূর হোসেন রানা, নিথর মাহবুব, প্রকাশ সরকার সুমন, শিউলী জামান, আফরোজা, স্বর্ণা, ইকবাল, সমুদ্র, আব্দুল কাদের, সালাম, শিশু শিল্পী সাইফান ও আলিফ প্রমুখ।
×