ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী

প্রকাশিত: ০৩:৫৪, ৩০ জুলাই ২০১৭

বগুড়ায় পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী

সংস্কৃতি ডেস্ক ॥ ‘মুুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হোক আমাদের সংস্কৃতি’ স্লোগানে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে পাঁচ দিনব্যাপী ‘সাংস্কৃতিক উৎসব ২০১৭‘ শনিবার শেষ হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার আয়োজনে গত ২৫ জুলাই মঙ্গলবার থেকে এই উৎসব শুরু হয়। প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নৃত্য, কবিতা, গান আর নাটকে দর্শক মাতিয়ে রাখে সমি¥লিত সাংস্কৃতিক জোট বগুড়ার বিভিন্ন সদস্য সংগঠন। পাঁচ দিনের জোটভুক্ত ৫০টি সংগঠনের প্রায় হাজারো শিল্পী উৎসবে অংশ নিয়ে নিজেদের পরিবেশনা উপস্থাপন করে। উৎসবের শেষদিন ২৯ জুলাই শনিবার সঙ্গীত পরিবেশন করেন দেশের খ্যাতিমান নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা এবং ক্ষুদে গানরাজখ্যাত শিল্পী রাফতি। ২৫ জুলাই সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ারসহ সভাপতি আতিকুর রহমান মিঠু। তাঁকে সহযোগিতা করেন সহসভাপতি আব্দুল্লাহেল কাফী তারা, মতিয়ার রহমান, আছাদ হোসেন, সহসাধারণ সম্পাদক আলমগীর কবির, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক রাকিব জুয়েল, দফতর সম্পাদক শুভ ইসলাম, নির্বাহী সদস্য প্রণব সান্যাল, আসাদুর রহমান খোকন, হাকিম এম এ মজিদ মিয়া, আব্দুল আউয়াল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার সম্পাদক এইচ আলিম। প্রথম দিনে বরেণ্য সঙ্গীতশিল্পী শওকত হায়াত খানসহ বগুড়ার বিভিন্ন সংগঠনের শিল্পী এবং কলাকুশলীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। পাঁচ দিনের উৎসবে অংশ নেয়া দলগুলো হলো বগুড়া থিয়েটার, ক্রিয়েটিভ কালচারাল একাডেমি, দৃষ্টি বগুড়া জেলা শাখা, নৃত্যছন্দম আর্টস একাডেমি, উচ্চারণ একাডেমি, কাহালু থিয়েটার,বগুড়া ভাওয়াইয়া পরিষদ, ধুনট থিয়েটার, স্বপ্তস্বর শিল্পী গোষ্ঠী, নজরুল পরিষদ বগুড়া, সুর সারগাম, সপ্ত সুর সঙ্গীত একাডেমি, বুলবুল নৃত্যকলা একাডেমি, বিহঙ্গ আবৃত্তি পরিষদ, ভৈরবী সঙ্গীত নিকেতন, বগুড়া নাট্যগোষ্ঠী, ফাল্গুনী থিয়েটার, স্বপ্নচূড়াশিল্পী গোষ্ঠী, উদীচীবগুড়া জেলা সংসদ, গীতিচর্চা সঙ্গীতালয়, শেরপুর সাংস্কৃতিক একাডেমি, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ বগুড়া, মৌমাছি নৃত্যাশ্রম, কন্ঠ সাধন আবৃত্তি সংসদ, সুরতীর্থ সঙ্গীত একাডেমি, কদমতলী ঐক্যতান সাংস্কৃতিক সংসদ, মৌমাছি খেলাঘর আসর, শিল্পকানন, বাউল গোষ্ঠী, নবগীতি সঙ্গীত একাডেমি, সোনাতলা থিয়েটার, প্রকাশ শৈলী, নান্দনিক নাট্যদল, আনন্দকণ্ঠ, নাগানা শিল্পীগোষ্ঠী, মন্দিরা সাংস্কৃতিক পরিষদ, অনুশীলন ’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠী, শিশু নাট্যদল, নন্দন শিল্পীগোষ্ঠী, করতোয়া নাট্যগোষ্ঠী, আমরা ক’জন শিল্পীগোষ্ঠী, বগুড়া গ্রন্থকেন্দ্র, বগুড়া পদাতিক, রিমঝিম সঙ্গীত একাডেমি, বগুড়া লেখক চক্র, লিটল থিয়েটার, বগুড়া ইয়ূথ কয়্যার এবং কলেজ থিয়েটার। সব মিলিয়ে সাংস্কৃতিক উৎসবটি বগুড়ার সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
×