ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সততার অনন্য দৃষ্টান্ত

প্রকাশিত: ০৩:৫২, ৩০ জুলাই ২০১৭

সততার অনন্য দৃষ্টান্ত

জার্মানির বার্লিনে গাছের নিচে পড়ে থাকা একটি ব্রিফকেসে প্রায় ৪০ হাজার ডলার মূল্যমানের নগদ অর্থ এবং স্বর্ণ পাওয়ার পর তা পুলিশের হাতে তুলে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন এক ব্যক্তি। ব্রিফকেসের মালিককেও খুঁজে পেয়েছে পুলিশ। যে ব্যক্তি ব্রিফকেসটি ফেরত দিয়েছেন, তিনিও খালি হাতে ফিরছেন না। জার্মানির আইনে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া ব্যক্তি ফি হিসেবে ওই জিনিসের মূল্যমানের ৩-৫ শতাংশ দাবি করতে পারেন।-স্পগেল ম্যাগাজিন ‘হিরো’ লেখা টি-শার্ট পরায়... ইংরেজী ব্লক লেটারে ‘হিরো’ লেখা সংবলিত সাদা টি-শার্ট পরায় তুর্কী নিরাপত্তা বাহিনী ২০ জনেরও বেশি লোককে আটক করেছে। গত বছরের ব্যর্থ অভ্যুত্থানের সময় প্রেসিডেন্ট এরদোগানকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত গোকান গোসলু নামের এক সৈন্য এ ধরনের টি-শার্ট পরে কোর্টে হাজির হলে বিশৃঙ্খলা দেখা দেয়। তাকে গুলেন সমর্থক হিসেবে ভাবা হচ্ছে। -সিএনএন
×