ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার চীফ অব স্টাফ প্রিবাসকে সরালেন ট্রাম্প

প্রকাশিত: ০৩:৫১, ৩০ জুলাই ২০১৭

এবার চীফ অব স্টাফ প্রিবাসকে সরালেন ট্রাম্প

নিয়োগের মাত্র নয় মাসের মাথায় হোয়াইট হাউসের চীফ অব স্টাফ পদ থেকে রেইনস প্রিবাসকে সরিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার অবসরপ্রাপ্ত জেনারেল জন কেলিকে চীফ অব স্টাফ পদে নিয়োগ দিয়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার সকালে মার্কিন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির। বহুল আলোচিত ওবামাকেয়ার বাতিল করার রিপাবলিকানদের প্রচেষ্টা সিনেটে ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টা পর নিজের সিদ্ধান্তটি জানান ট্রাম্প। হোয়াইট হাউসে প্রবেশের ছয় মাসের মধ্যে ট্রাম্প তার শীর্ষ কর্মকর্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এফবিআই পরিচালক, প্রেস সেক্রেটারি, যোগাযোগ পরিচালক, ভারপ্রাপ্ত এ্যাটর্নি জেনারেল, ডেপুটি চীফ অব স্টাফ ও চীফ অব স্টাফকে সরিয়ে দিয়েছেন। যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অপ্রত্যাশিত। লং আইল্যান্ড সফর শেষে ওয়াশিংটন পৌঁছে টুইটে ট্রাম্প তার সিদ্ধান্তের কথা জানান। সফরে প্রিবাস ও স্কারমুচি উভয়েই ট্রাম্পের সঙ্গে ছিলেন। টুইটারে কেলির নিয়োগের কথা ঘোষণা করেন ট্রাম্প। এর একদিন আগে তার নতুন নিয়োগ করা জনসংযোগবিষয়ক পরিচালক এ্যান্থনি স্কারমুচি সাংবাদিকদের কাছে তথ্য ফাঁস করার জন্য প্রিবাসকে অভিযুক্ত করেন। প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি। সেখানে উপস্থিত সাংবাদিকরাও প্রিবাসের মধ্যে চাপে থাকার কোন ইঙ্গিত লক্ষ্য করেননি। টুইট বার্তায় ট্রাম্প কেলি সম্পর্কে বলেন, তিনি একজন মহান নেতা। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে থাকার সময় কেলি আমার প্রশাসনে চমৎকার কাজ করে গেছেন। তিনি একজন মহান আমেরিকান। প্রিবাস সিএনএনকে বলেছেন, ট্রাম্পের সঙ্গে কথা বলার পর বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেছেন। সিএনএনের উল্ফ বিল্টজারকে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ভিন্ন পদ্ধতিতে এগোতে চাচ্ছেন। হোয়াইট হাউসের চীফ অব স্টাফ হিসেবে জেনারেল কেলিকে বেছে নেয়াকে ‘বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত’ বলেও মন্তব্য করেছেন তিনি।
×