ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফের আইসিবিএম পরীক্ষা উত্তর কোরিয়ার

প্রকাশিত: ০৩:৫১, ৩০ জুলাই ২০১৭

ফের আইসিবিএম পরীক্ষা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া সর্বশেষ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা সফল হয়েছে দাবি করে এটিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘কঠোর সতর্কবার্তা’ বলে বর্ণনা করেছে। প্রথম আইসিবিএম পরীক্ষার তিন সপ্তাহ পর দেশটি শুক্রবার মধ্যরাতে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করল। খবর বিবিসি অনলাইনের। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন বলেছেন, পুরো যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে আছে, এই পরীক্ষায় তা প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ‘শুধু উত্তর কোরিয়ার সাম্প্রতিক অপরিণামদর্শী ও বিপজ্জনক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। উৎক্ষেপণের কথা নিশ্চিত করে উত্তর কোরিয়া জানিয়েছে, আইসিবিএম ক্ষেপণাস্ত্রটি ৪৭ মিনিটের কিছু বেশি সময় আকাশে উড়েছে এবং তিন হাজার ৭২৪ কিলোমিটার (দুই হাজার তিন শ’ মাইল) উচ্চতায় উঠেছিল। ক্ষেপণাস্ত্রটির বায়ুম-লে ‘পুনঃপ্রবেশের সামর্থ্যগুলো সাফল্যজনকভাবে পরীক্ষা’ করা হয়েছে। নেতা গর্বিতভাবে বলেছেন, যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ের পুরো এলাকাটি আমাদের আঘাত হানার আওতার মধ্যে আছে এ পরীক্ষায় তাও নিশ্চিত হয়েছে। আইসিবিএমটি হওয়াসং-১৪ ছিল। ৩ জুলাই একই মডেলের প্রথম আইসিবিএম পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। তবে এবারেরটি আরও বেশি উচ্চতায় ও বেশি সময় ধরে উড়ে অনেক দূরে গিয়ে পড়েছে। এতে ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে যা ভাবা হয়েছিল সম্ভবত তারচেয়ে আরও অনেক ভিতরে গিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রস্থলে আঘাত হানতে পারবে ক্ষেপণাস্ত্রটি। দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই তার স্থান, পাল্লা, সর্বোচ্চ উচ্চতা ও ফ্লাইট টাইমের তথ্য প্রকাশ করেছে। যদিও পুরো বিশ্লেষণ শেষ হয়নি কিন্তু কিছু বিষয় বোঝা গেছে। প্রথমত, প্রাপ্ত তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ছিল ১০ হাজার চার শ’ কিলোমিটার।
×