ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এরশাদ ছাড়া দেশকে নিয়ে আর কেউ ভাবেনি: রওশন

প্রকাশিত: ০০:৫৮, ২৯ জুলাই ২০১৭

এরশাদ ছাড়া দেশকে নিয়ে আর কেউ ভাবেনি: রওশন

স্টাফ রিপোর্টার ॥ বিরোধী দলের নেতা ও জাপার সিনিয়ার কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, আগামীতে আমরা দেশ পরিচালনার দায়িত্ব নিতে চাই। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের পক্ষ থেকে আয়োজিত যৌথ সভায় তিনি একথা বলেন। সভায় দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়নসহ ওয়ার্ড নেতারা যোগ দেন। জাতীয় পার্টির নেতৃত্বে গঠিত জোট আরো শক্তিশালী হবে একথা উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে রওশন বলেন, আমাদের সঙ্গে শরিক হিসেবে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাই। এখন কাজ একটাই, জোটকে শক্তিশালী করুন। আগামীতে আমরা দেশ পরিচালনার দায়িত্ব নিতে চাই। তিনি বলেন, মানুষ এখনও জাপার উন্নয়নের যুগে ফিরে যেতে চান। আমাদের ওপর নানা ঘাত প্রতিঘাত বয়ে গেছে। কিন্তু এরশাদ ও জাতীয় পার্টির স্বর্ণযুগের ইতিহাস কেউ মুছে দিতে পারেনি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনার দেশের মানুষের কাছে যান। তাদের স্বরণ করিয়ে দিন এরশাদের আমলের উন্নয়নের কথা। আমরা যে ভাল কাজগুলো করেছিলাম তা মনে করিয়ে দিতে পারলে মানুষ উদ্বুদ্ধ হবে। ভোট বাড়বে। দেশে কর্মসংস্থান নেই মন্তব্য করে রওশন বলেন, শিল্প প্রতিষ্ঠান গড়ে পাঁচ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এরশাদ ছাড়া দেশে আর কেউ এই সমস্যা সমাধান করতে পারবে না। তিনি বলেন, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়েছে। তিনি ছাড়া দেশকে নিয়ে আর কেউ ভাবেনি।
×