ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনারগায়ে জামাত-শিবিরের ৪৩ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০০:৫৬, ২৯ জুলাই ২০১৭

সোনারগায়ে জামাত-শিবিরের ৪৩ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগায়েঁ একটি চাইনিজ রেস্তোরায় গোপন বৈঠক চলাকালীন সময়ে জামায়েত-শিবিরের ৪৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল দশটার সোনারগাঁ পৌরসভার লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সমানে একটি মিনি চাইনিজ রেস্তোরা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জিহাদী বই লিফলেট ও ব্যানার উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম। ওসি মোর্শেদ আলম জানান, রাজধানী ঢাকা ও ঢাকার আশেপাশের জেলার জামায়াত শিবিরের কর্মীরা নাশকতা সংগঠিত করার লক্ষ্যে সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনে সোনারগাঁ মিনি চাইনিজ রেস্তোরায় গোপন বৈঠক করছিলো। এমন সংবাদ পেয়ে সোনারগাঁ থানা পুলিশ একটি দল স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ওই চাইনিজ রেস্তোরাটি ঘিরে ফেলে। এ সময় রেস্তোরার ভেতরে থাকা জামায়াত শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে প্লেট, গ্লাসসহ বিভিন্ন সামগ্রী ছুড়ে মারে। এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি বর্ষণ করলে জামাত-শিবিরেরকর্মীরা ভেতরে অবস্থান নিয়ে লুকানোর চেষ্ট করে। অনেক নেতাকর্মীর আবার রেস্তোরা থেকে কৌশলে পালিয়ে যায়। ওসি আরও জানান, ওই বৈঠকে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। রাজধানী ঢাকা বা আশে পাশের জেলার কোন একটি স্থানে নাশকতা করতেই এই গোপন বৈঠক করা হচ্ছিল। রেস্তোরার খাবার যে অর্ডার দেয়া হয়েছে সেই তালিকা দেখে যায়, ১২০ জনের জন্য খাবারের অর্ডার দেয়া হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আডিয়াল স্কুল উত্তরা শাখার একজন শিক্ষকও রয়েছে। তিনি বলেন, গ্রেফকারকৃতদের নাম যাচাই বাছাই করা হচ্ছে। গ্রেফারকৃতদের মধ্যে জামায়তের বড় কোন নেতা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ওসি জানান, খোঁজ খবর নেয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
×