ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্থনীতির সঙ্গে পরিসংখ্যানের সম্পর্ক গুরুত্বপূর্ণ ॥ ফজলে কবির

প্রকাশিত: ০৮:০০, ২৯ জুলাই ২০১৭

অর্থনীতির সঙ্গে পরিসংখ্যানের সম্পর্ক গুরুত্বপূর্ণ ॥ ফজলে কবির

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির বলেছেন, অর্থনীতির সঙ্গে পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পরিসংখ্যানে অর্থনীতির গতি-প্রকৃতি বুঝতে সহায়ক হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির তথ্য দেয়। সরকার সে অনুযায়ী এসব ক্ষেত্রে লক্ষ্য স্থির করে থাকে। এবারের ঘোষিত মুদ্রানীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে। রাজধানীতে ১৬তম জাতীয় পরিসংখ্যান সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে গবর্নর এসব কথা বলেন। শুক্রবার সকালে শেরেবাংলা নগরের এনইসি মিলনায়তনে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। ‘এসডিজি অর্জনে পরিসংখ্যানবিদদের ভূমিকা’ শীর্ষক এ সম্মেলনের আয়োজক বাংলাদেশ পরিসংখ্যান সমিতি। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গবর্নর আরও বলেন, সব পেশাতেই ‘প্রফেশনাল চার্ম’ এবং ‘প্রফেশনাল হ্যাজার্ডস’ বলে একটা ব্যাপার থাকে। তবে এক পেশার আকর্ষণীয় দিকের সঙ্গে অন্য পেশার প্রতিবন্ধকতার তুলনা করা উচিত নয়। বিদ্যমান সরকারী কাঠামোয় পেশাগত সুযোগ-সুবিধা নিয়ে পরিসংখ্যানবিদদের আক্ষেপ থাকতে পারে। এটি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। কারণ, সঠিক তথ্য-উপাত্তের মাধ্যমে পরিসংখ্যানবিদরা অর্থনীতির নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সরাসরি ভূমিকা রাখতে পারেন। অন্য পেশার মানুষদের এ সুযোগ কম। প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, দেশে এখন বিভিন্ন পেশাজীবীর হাজারও সমিতি রয়েছে। দেশ স্বাধীন হওয়ার আগে পেশাজীবীরা এ ধরনের সমিতি গঠনের কথা ভাবতেও পারতেন না। এটা স্বাধীনতার সুফল। অন্য পেশাজীবী সমিতিগুলোর চেয়ে পরিসংখ্যান সমিতি একটু আলাদা। তারা সমাজ-অর্থনীতির বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য-উপাত্ত দিয়ে নীতি নির্ধারণে সরাসরি সহায়তা করেন। বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি অধ্যাপক এম নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য রাখেনÑ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেল্লাল হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোঃ শামসুল আলম প্রমুখ।
×