ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর্পোরেশন স্বাবলম্বী করার প্রয়াস চলছে ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৬:৫৮, ২৯ জুলাই ২০১৭

কর্পোরেশন স্বাবলম্বী করার প্রয়াস চলছে ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আয়বর্ধক প্রকল্পের অধীনে নগরীর চকবাজার কাঁচাবাজার সম্প্রসারন ও আধুনিকায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পুরাতন কাঁচাবাজার ভেঙ্গে নতুন ভবন নির্মাণ কাজ চলছে। শুক্রবার সকালে ভবনের নির্মাণ কাজ পরিদর্শনকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, কর্পোরেশন আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, সাততলা ফাউন্ডেশনের এ কাঁচাবাজারের প্রথম পর্যায়ে তিনতলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য তলার কাজ সম্পন্ন হবে। এতে ব্যয় হবে ৫ কোটি ৩০ লক্ষ টাকা। ভবনটির দ্বিতীয়তলা পর্যন্ত ১৫২টি দোকান হবে। প্রতিটি ফ্লোরে ৭৬টি দোকান থাকবে। তন্মধ্যে পুরাতন দোকানদারদের জন্য ইতোমধ্যে ১০৭টি দোকান বরাদ্দ দেয়া হয়েছে। বাকি ৪৫টি দোকান বরাদ্দের অপেক্ষায় আছে। এ ভবনটিকে পরিকল্পিতভাবে বাণিজ্যিক ভবন হিসেবে গড়ে তোলা হবে। চসিক মেয়র বলেন, এ ভবনটি পূর্ণাঙ্গ নির্মিত হলে আয়ের পথ বৃদ্ধি পাবে। নতুন ভবন নির্মাণের পর পাশের জায়গায় আরেকটি ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। যেখানে পার্কিংসহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। মেয়র পর্যায়ক্রমে খালি জায়গাসমূহে বাণিজ্যিক ভবন নির্মাণ করে কর্পোরেশনের আয়ের পথকে আরো সুগম করা হবে বলে অভিমত ব্যক্ত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাণিজ্যিক নগরী চট্টগ্রাম ধীরে ধীরে পূর্ণাঙ্গতা পাবে। অচিরেই বিশ্বমানের নগরী হিসেবে গড়ে উঠবে চট্টগ্রাম। এসময় উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ প্রমুখ।
×