ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত মার্কেটের একাংশ ধসে পড়েছে

প্রকাশিত: ০৬:৫৩, ২৯ জুলাই ২০১৭

বাউফলে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত মার্কেটের একাংশ ধসে পড়েছে

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৮ জুলাই ॥ প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাউফল পৌরসভার কিচেন মার্কেটের পূর্ব পাশের একাংশ ধসে পগেছে। তিন বছর আগে মার্কেটটি নির্মাণ করা হয়। জানা গেছে, বিএমডিএফের অর্থায়নে ২০১১ সালের ১৩ ডিসেম্বর তিনতলাবিশিষ্ট কিচেন মার্কেটটির নির্মাণকাজের উদ্বোধন করা হয় এবং ২০১৪ সালের মাঝামাঝি সময় একতলার নির্মাণকাজ সম্পন্ন হয়। হোসেন এ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মার্কেটটির নির্মাণকাজ করে। অভিযোগ রয়েছে, সিডিউল অনুযায়ী কাজ না করায় তখনই কিচেন মার্কেটটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু ঠিকাদার প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করেননি। শুক্রবার দুপুরে সরেজমিন কিচেন মার্কেটটি পরিদর্শন করে দেখা গেছে, পূর্ব পাশের আরসিসি গাইডওয়ালটি হেলে পড়েছে। মূল ভবনের বিমের সঙ্গে আরসিসির টানা ছিঁড়ে গেছে। মাটি দেবে গেছে। দোতলায় ওঠার সিঁড়ি ও নিচের দেয়াল ভেঙ্গে গেছে। ফ্লোরে বিশাল ফাটল দেখা দিয়েছে। এর ফলে ওই কিচেন মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েক ব্যবসায়ী জানান, কয়েকদিন আগে কিচেন মার্কেটের একাংশ ধসে পড়ার পর তারা এখন ভীতির মধ্যে রয়েছেন। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে বাউফল পৌরসভার ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বলেন, কিচেন মার্কেট রক্ষার জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। মার্কেটটি নির্মাণে কোন ত্রুটি ছিল কি-না তা খতিয়ে দেখা হবে।
×