ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেশবপুরে গুলিবিদ্ধ লাশ

প্রকাশিত: ০৬:৫২, ২৯ জুলাই ২০১৭

কেশবপুরে গুলিবিদ্ধ লাশ

নিজস্ব সংবাদদাতা কেশবপুর, থেকে জাানা, শুক্রবার সকালে কেশবপুর থানার পুলিশ গলায় গুলি করে হত্যা করা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুরের কেদারপুরেরর পাশে দূর্বাপুরি ব্রিজের কাছে কে বা কারা অজ্ঞাত ওই ব্যক্তির গলায় গুলি করে হত্যা করে সড়কের পাশে লাশ ফেলে গেছে। লাশের ডান চোয়ালের নিচে গুলি করলে মাথা ভেদ করে কানসহ গুলি বেরিয়ে গেছে। জামালপুরে যুবকের লাশ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, থেকে জানান, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া ব্রিজপাড় ঝিনাই নদী থেকে সরিষাবাড়ী থানা পুলিশ শুক্রবার সকালে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে। স্থানীয় গ্রামবাসীরা জানান, ভোরে নদীর তীরে হাটতে গিয়ে অজ্ঞাত যুবকের লাশটি পানিতে ভাসতে দেখে সরিষাবাড়ী থানায় জানানো হয়। ফরিদপুরে দুই সন্তানের জনকের গলাকাটা লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৮ জুলাই ॥ সদরপুরে পাট ক্ষেত থেকে গলা কেটে হত্যা করা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে সদরপুর থানায় একটি হত্যা মামলাদায়ের করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম আবুল কালাম শিকারী (৩৫)। তিনি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের আয়নাল শিকারীর ছেলে। আবুল কালাম ঢাকায় রিক্সা চালাতো এবং পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ করতেন। কিছুদিন ঢাকা ও কিছুদিন বাড়িতে তিনি অবস্থান করতেন। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। নিহতের ছেলে ফয়সাল জানান, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে আবুল কালাম রাতের খাওয়া শেষ করে মোবাইল ও টর্চ লাইট নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। শুক্রবার সকাল সাতটার দিকে বাড়ি থেকে আনুমানিক পাঁচশ গজ দূরে বারেক মোল্লার পাট ক্ষেতের আইলের উপর তার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সদরপুর থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার জানান, আবুল কালামের গলায় ধারাল অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ আবুল কালাম কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনের দায়ের করা একটি মামলার আসামি। তিনি বর্তমানে জামিনে ছিলেন।
×