ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীসহ নিহত ছয়

প্রকাশিত: ০৬:৫১, ২৯ জুলাই ২০১৭

ব্যবসায়ীসহ নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ গাজীপুরে পিকআপ ভ্যান উল্টে ব্যবসায়ী, চট্টগ্রামে যুবক ও বৃদ্ধ, রাজশাহীতে আরোহী ও জামালপুরে দুই নারী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুর ॥ গাজীপুরে পিকআপ ভ্যান উল্টে শুক্রবার এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্ততঃ ৫ জন আহত হয়েছেন। নিহতের নাম মোয়াজ্জেন হোসেন (২৫)। তিনি শেরপুর জেলার শ্রীবর্দী থানার রহমতপুর বেপারী পাড়া এলাকার মোঃ চান মিয়ার ছেলে। পুলিশ জানায়, ঢাকায় মাছ বিক্রি করে একটি পিকআপ ভ্যানে চড়ে মোয়াজ্জেনসহ আরো কয়েক ব্যবসায়ী শুক্রবার সকালে শেরপুরে ফিরছিলেন। পথে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার মাষ্টারবাড়ী এলাকার ভাওয়াল জাতীয় উদ্যানের ৩ নম্বর গেটের সামনে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে আরোহীসহ পিকআপভ্যানটি সড়কের উপর উল্টে যায় এবং সড়কের পাশে একটি খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এঘটনায় চালকসহ পিকআপ আরোহী অন্ততঃ ৬ জন আহত হয়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মোয়াজ্জেনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চট্টগ্রাম ॥ চট্টগ্রাম নগরীতে পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। নগরীর পাহাড়তলী এবং হালিশহর এলাকায় শুক্রবার ভোরে দুর্ঘটনা দুটি ঘটে। জানা যায়, পাহাড়তলী এলাকার সরাইপাড়া এলাকায় সড়ক দুর্র্র্র্ঘটনায় প্রাণ হারিয়েছেন আইয়ুব আলী সুজন (২৬) নামের এক যুবক। গাড়িচাপায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও কোন্ ধরনের যানবাহন তাকে চাপা দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, হালিশহর ‘কে’ ব্লক এলাকায় ট্রাক চাপায় মৃত্যুবরণ করেছেন এক বৃদ্ধ। রফিকুল ইসলাম (৭০) নামের এ বৃদ্ধ একজন আইনজীবী। তিনি প্রাতঃভ্রমণ করছিলেন। দ্রুতগতিসম্পন্ন একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। রাজশাহী ॥ পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের জায়গিরপাড়া নামক স্থানে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম খাজা নাজিম উদ্দিন (৪৫)। তিনি নওগাঁর রানীনগর উপজেলার ধামুয়া এলাকার মৃত দানেস উদ্দীন তালুকদারের ছেলে বলে জানা গেছে। পুঠিয়ার হাইওয়ে পুলিশ পুঠিয়ার দিক থেকে একটি ট্রাক (কুষ্টিয়া-ট-০২-০০৭৪) রাজশাহীর দিকে আসছিল। ট্রাকটি জায়গিরপাড়ায় পৌঁছলে রাজশাহীগামী মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক নাজিম আলিকে মৃত ঘোষণা করেন। জামালপুর ॥ জামালপুরের মেলান্দহ উপজেলার বেতমারীর তালতলা মোড়ে দ্রুতগামী ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অটোরিক্সার দুই নারী যাত্রী নিহত ও চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘাতক ট্রাকের চালক পালিয়েছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর-দেওয়াগঞ্জ সড়কের মেলান্দহের বেতমারী তলাতলা মোড়ে জামালপুরমুখী দ্রুতগামী একটি ট্রাকের সাথে যাত্রীবাহী একটি সংর্ঘষ হয়। সিএনজিটি ইসলামপুরে যাওয়া কথা ছিল। সংঘর্ষের সময় সিএনজির যাত্রী রুমা বেগম (৪০) ঘটনাস্থলেই এবং মেলান্দহ হাসপাতালে নেয়ার পথে স্বপ্না বেগম (৩৫) মারা যায়। নিহত রুমা বেগম জামালপুর শহরের সেন্ট্রাল হাসপাতালের স্বাস্থ্যকর্মী। তিনি ইসলামপুর উপজেলার মুখশিমলা গ্রামের ছাতু মিয়ার স্ত্রী। নিহত স্বপ্না বেগম ইসলামপুরের রৌহার কান্দা গ্রামের সিদ্দিক মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় গুরুতর আহত অটো রিক্সা চালক জিয়াউর রহমান ও নিহত স্বপ্নার ১০ বছরের শিশুকন্যাসহ তিনজনকে মেলান্দহ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁয় যৌতুকের জন্য এক সন্তানের জননী খুন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ জুলাই॥ বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ শহরের কোমাইগাড়ি (ডিগ্রীর মোড়) মহল্লায় শারমিন আখতার বিথি (২২) নামে এক গৃহবধূকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী ফরহাদ হোসেন। নিহত গৃহবধূ বিথি শহরের উকিলপাড়া মহল্লার সাদেক আলী মন্ডলের মেয়ে। তার সাড়ে চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তার নাম হাফজা। পুলিশ এব্যাপারে ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে। বিথির পিতা সাদেক আলী মন্ডল জানান, প্রায় ৬ বছর আগে ফরহাদ তার মেয়ে বিথিকে ভালবেসে বিয়ে করে। বিয়ের পর থেকেই সে যৌতুকের জন্য বিথির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। বিয়ের পর থেকেই টাকা, চালসহ সব রকম সহায়তা করে আসছিলেন তিনি। সম্প্রতি ফরহাদ তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে যেতে বললে বিথি তাতে অস্বীকৃতি জানায়। এনিয়ে বৃহস্পতিবার দিনভর তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। বিকেলে তাকে বেদম মারপিটও করে। পারে মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে সেখানে যাই। মেয়ের মৃত্যু নিশ্চিত হয়ে থানায় খবর দেই। সন্ধ্যার পরই পুলিশ লাশ উদ্ধার করে।
×