ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্টে প্রকৌশলী ও চালকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৪৫, ২৯ জুলাই ২০১৭

বিদ্যুতস্পৃষ্টে প্রকৌশলী ও চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে শুক্রবার বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক বৈদ্যুতিক প্রকৌশলী ও এক চালক মারা গেছেন। প্রকৌশলীর নাম রফিকুল ইসলাম রফিক (২৫)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের আব্দুল খালেক সরকারের ছেলে। রফিক স্থানীয় রিদিশা নিটেক্স কারখানায় বৈদ্যুতিক প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। নিহতের বড় ভাই আলমগীর হোসেন জানান, শুক্রবার সকালে গোসল শেষে ভেজা কাপড় শুকানোর জন্য জিআই তারে দেয়ার সময় তিনি বিদ্যুতস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে শুক্রবার রিক্সায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে এক অটোরিকশাচালক মারা গেছেন। তার নাম সাইফুল ইসলাম (৩৫)। তিনি পাবনা জেলার বেড়া থানার ফকিরকান্দি এলাকার লুৎফর রহমানের ছেলে। পুলিশ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ছয়দানা ডেগেরচালা এলাকার ছামাদ মিয়ার বাড়িতে সপরিবারে ভাড়া থেকে এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সা চালাতেন সাইফুল ইসলাম। শুক্রবার সকালে গ্যারেজে তার অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন সাইফুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×