ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুর্গতদের পুনর্বাসন দাবিতে আঞ্চলিক হাওড় কনভেশন

প্রকাশিত: ০৬:৪৪, ২৯ জুলাই ২০১৭

দুর্গতদের পুনর্বাসন দাবিতে আঞ্চলিক হাওড় কনভেশন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৮ জুলাই ॥ ‘আসুন বিপন্ন হাওড়বাসীর পাশে দাঁড়াই’ স্লোগান সামনে রেখে শুক্রবার নেত্রকোনা জেলা সদরের মোক্তারপাড়ার পাবলিক হলে ‘আঞ্চলিক হাওড় কনভেনশন’ অনুষ্ঠিত হয়। হাওড় কনভেনশন আয়োজক কমিটি আয়োজিত এ কনভেনশনের উদ্বোধন করেন অন্যতম সংবিধান প্রণেতা ও সাবেক এমএনএ এ্যাডভোকেট সাদির উদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তফা কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, এ্যাডভোকেট আনিসুর রহমান খান, লে. কর্নেল (অব) আবদুন নূর খান, সাজ্জাদ জহির চন্দন, বজলুর রশিদ, চিত্তরঞ্জন সরকার, এ্যাডভোকেট এনামুল হক, জলি তালুকদার, আনোয়ার হোসেন রেজা প্রমুখ। ‘হাওড় বাংলার অতীত, বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নলিনী কান্ত সরকার। বক্তারা সাম্প্রতিক অকালবন্যায় বিপন্ন হাওড়াঞ্চলকে দুর্গত এলাকার ঘোষণার দাবি জানিয়ে বলেন, দুর্গত মানুষদের বাঁচিয়ে রাখতে হলে শীঘ্রই জলমহালের ইজারা প্রথা বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের মাছ ধরার অধিকার নিশ্চিত করতে হবে। স্বল্পমূল্যে রেশন চালু করতে হবে।
×