ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবারের লীগেও আফ্রিকান ফুটবলারদের আধিক্য

প্রকাশিত: ০৬:৪২, ২৯ জুলাই ২০১৭

এবারের লীগেও আফ্রিকান ফুটবলারদের আধিক্য

স্পোর্টস রিপোর্টার ॥ সব শঙ্কা কাটিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লীগ ফুটবল। দেশীয় ফুটবলার ছাড়াও এবার বিদেশীদের দিকে থাকবে বাড়তি নজর। যদিও পরিবর্তিত নিয়মে তিনজনের বেশি ফুটবলার দলে ভেড়াতে পারেনি দলগুলো। লক্ষণীয়, এই মৌসুমেও আধিপত্য নাইজিরিয়ানদের। ১২টি দল মিলিয়ে মোট ১৮ নাইজিরিয়ান খেলবেন এবারের লীগে। ফুটবলের ক্রান্তিকালে আগ্রহ হারিয়েছে মাঠের খেলা। তবুও লীগের জমাট লড়াইয়ে গত কয়েক বছরে উত্তেজনা ছড়িয়েছিলেন সনি নর্দে, ওয়েডসন এবং লি টাকরা। কিন্তু ভারতের ফুটবলে পাড়ি জমিয়েছেন প্রথম দু’জন। আর লি গেছেন মালয়েশিয়া। ফলে শুধু দেশীয় ফুটবলার নয়, বিদেশী কালেকশনেও এবারও নেই আকর্ষণ। এবার চার বিদেশীর বদলে তিনজনকে নিবন্ধন করাতে পেরেছে দলগুলো। তবে মাঠে খেলবে দু’জন। তাই হিসেব করে দলে নিতে হয়েছে বিদেশীদের। গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী শিরোপা ধরে রাখার মিশনে এবারও ভরসা রেখেছে পুরনো বিদেশী সামাদ ইউসুফের ওপর। সঙ্গে শেখ জামাল থেকে দলে ভিড়িয়েছে দুই ফরোয়ার্ড ল্যান্ডিং ডার্বোয়ে ও এমেকা ডার্লিংটনকে। রানার্সআপ চট্টগ্রাম আবাহনীর বাজি নতুন নাইজিরিয়ান ফরোয়ার্ড ওলাদিপো। যদিও ভিসা সংক্রান্ত অনিয়মের কারণে প্রথম এক ম্যাচ নিষিদ্ধ তিনি। আপাতত কোচ সাইফুল বারীর ভরসা দুই ডিফেন্ডার মুফতা লাওয়াল ও এ্যালিসন উদুকা। রহমতগঞ্জের ভরসা গিনির ইসমাইল বাঙ্গুরা। শেখ জামালের বিদেশী লাইনআপ ফরোয়ার্ডময়। সলোমন কিং, রাফায়েল ও মামাদো তিন আফ্রিকানই এবার প্রথম লীগ খেলছেন বাংলাদেশে। গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়নেও তিন বিদেশী ফরোয়ার্ড সিও জুনাপিও, তুয়াম ফ্রাঙ্কের সঙ্গে হাইতির একমাত্র প্রতিনিধি হয়ে আছেন পুরনো অগাস্টিন ওয়ালসন। লীগের বাকি দলগুলোও চেষ্টা করেছে তিন বিদেশীর কোটা পূরণে। মুক্তিযোদ্ধায় অভিজ্ঞ কেবল আব্বাস ইনুশা। আরামবাগ দিয়ে আবারও বাংলাদেশে ফিরেছেন নাইজিরিয়ান বুকোলা ওলালেকান। আর শেখ রাসেলের ভরসা নাইজিরিয়ান দাউদা সিসে। মোহামেডানের বিদেশী লাইনআপও নাইজেরিয়ানময়। তবে আসরের চমক সাইফ স্পোর্টিং উড়িয়ে এনেছিল দুই কলম্বিয়ানকে। কিন্তু ফেডারেশন কাপে জ্বলে ওঠেনি তারা। আগের লীগগুলোর মতো এবারও আধিপত্য আফ্রিকানদেরই। যেখানে ৩৬ বিদেশীর মধ্যে ৩৩ জন আফ্রিকান। সবচেয়ে বেশি ১৮ জন এসেছেন নাইজিরিয়া থেকে। গাম্বিয়ার ৫ আর ক্যামেরুনের তিনজন।
×