ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হঠাৎ আলোচনায় বেল

প্রকাশিত: ০৬:৪২, ২৯ জুলাই ২০১৭

হঠাৎ আলোচনায় বেল

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের গ্রীষ্মকালীন দলবদলে সব আলো একাই কেড়ে নিয়েছেন নেইমার। রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে ব্রাজিলিয়ান তারকাকে কিনে নিতে চায় প্যারিস সেন্ট জার্মেই। নেইমারকে নিয়ে জল্পনা-কল্পনা এখনও চলছে। বার্সিলোনার ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে আলোচনায় উঠে আসেন পাওলো দিবালা এবং কিলিয়ান এমবাপ্পেও। যদিওবা তরুণ প্রতিভাবান এই দুই ফুটবলারের ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্তই পাওয়া যায়নি। এই সময়ের মধ্যেই আলোচনায় উঠে এলেন গ্যারেথ বেল। দল বদলের মৌসুম শুরুর পর থেকেই একজন জাত স্ট্রাইকারের খোঁজে হন্যে হয়ে ফিরছে ম্যানচেস্টার ইউনাইটেড। কেননা গত মৌসুমের শেষদিকেই যে ইনজুরিতে পড়েন জøাতান ইব্রাহিমোভিচ। এর ফলে তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি ম্যানইউ। যে কারণেই নতুন মৌসুমে তাদের একজন ভাল স্ট্রাইকার আবশ্যক। শুরুতেই গুজব ওঠে রিয়াল মাদ্রিদ থেকে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনে তার বিরুদ্ধে কর ফাঁকির মামলা হওয়ায় রাগে-ক্ষোভে রিয়াল মাদ্রিদই ছেড়ে দিচ্ছেন সি আর সেভেন। রোনাল্ডোর ব্যাপারে আশাবাদী হয়ে ওঠে তার সাবেক ক্লাবও। কিন্তু শেষ পর্যন্ত সব সংশয় উড়িয়ে দিয়ে রোনাল্ডো নিজের মুখেই জানিয়ে দেন তিনি সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন। জোশে মরিনহোর চোখ যায় রিয়ালের আরেক স্ট্রাইকারের দিকে। আলভারো মোরাতাকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা শুরু করেন স্পেশাল ওয়ান। ওই আলোচনা চলার মাঝে হুট করেই এভারটন থেকে রোমেলু লুকাকুকে দলে ভেড়ায় ম্যানইউ। ফলে ম্যানইউতে যোগ দিতে অনীহা প্রকাশ করেন মোরাতা। শেষ পর্যন্ত প্রিমিয়ার লীগেরই আরেক ক্লাব চেলসিতে যোগ দেন স্প্যানিশ তারকা। এরপরই দৃশ্যপটে গ্যারেথ বেল! রিয়াল মাদ্রিদ নাকি ছেড়ে দিতে চায় ওয়েলস তারকাকে। সেই সুযোগে সাবেক টটেনহ্যাম হটস্পারের এই স্ট্রাইকারকে কিনে নিতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। একাধিক ব্রিটিশ সংবাদ মাধ্যম এমনটাই জানাচ্ছে। এই গুজবের পেছনে অন্য একটি ঘটনা রয়েছে। সেটা হলো ফরাসী ক্লাব মোনাকোর স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াচ্ছে রিয়াল। এটা নাকি প্রায় নিশ্চিত। এমবাপ্পের জন্য মোনাকোকে ১৬০ মিলিয়ন পাউন্ড দেবে রিয়াল। তাই গ্যারেথ বেলকে বিক্রি করে দিবে রিয়াল। কারণ রিয়ালের আক্রমণ ভাগে এমনিতেই আছেন রোনাল্ডো, বেনজেমা এবং ইসকো। যদি এমবাপ্পে যোগ দেন তাহলে আক্রমণ ভাগে শুরু হবে প্রবল লড়াই। আর এমবাপ্পের প্রধান লড়াইটা হতে পারে বেলের সঙ্গেই। এমন লড়াইয়ে যেতে চান না ওয়েলস তারকাও। তাই এমবাপ্পেকে রিয়াল দলে ভেড়ালে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে দেবেন বেলÑ এমনটাই জানাচ্ছে ব্রিটিশ মিডিয়া। রিয়ালের কোচ জিনেদিন জিদানও এমন সম্ভাবনার ইঙ্গিত দিলেন। অন্যদিকে আরেকটি ঘটনায় গ্যারেথ বেলেন রিয়াল ছেড়ে ম্যানইউতে যোগ দেয়ার ইঙ্গিত মিলছে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ চলাকালে সান্তা কার্লায় ম্যানইউর কোচ মরিনহোর সঙ্গে দেখা হয় বেলের। সেখানে বেলের সঙ্গে মজা করেই মরিনহো বলেন, ‘তোমাকে আমি কিনব না। কারণ তুমি তো আমার সঙ্গে কথাই বল না।’ মরিনহোর এই দুষ্টুমির মধ্যেও ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেকে। এদিকে ক্লাব ছেড়ে চলে গেলেও ম্যানচেস্টার ইউনাইটেডে এখনও জ¬াতান ইব্রাহিমোভিচের প্রচ- প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন মিডফিল্ডার পল পগবা। সুইডিশ স্ট্রাইকারের সঙ্গে ইউনাইটেডের এক বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারণে তিনি এখনও ক্লাবের ট্রেনিং কমপ্লেক্সে রয়ে গেছেন। গত এপ্রিল থেকে ইব্রা এই ইনজুরিতে ভুগছেন। পগবা স্বীকার করেছেন ইউনাইটেড স্কোয়াডের সঙ্গে ইব্রাহিমোভিচ এখনও বেশ দৃঢ়ভাবেই জড়িত আছেন। এ সম্পর্কে পগবা বলেন, ‘অবশ্যই ইব্রা একজন নেতা। সে সবসময়ের জন্যই একজন বড় নেতা। এ জন্যই সে এখনও দলের সঙ্গে আছে। এমনকি যখন সে খেলতো না মাঠের বাইরে থেকেও সে সকলকে নেতৃত্ব দিত।’
×