ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে দুই হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ॥ বিদ্যুত প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৯, ২৯ জুলাই ২০১৭

কেরানীগঞ্জে দুই হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ॥ বিদ্যুত প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৮ জুলাই ॥ বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ২ হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে কেরানীগঞ্জ। এর মধ্যে শুভাঢ্যা খালের তীর সংরক্ষণ করে সৌন্দর্য বর্ধন। ঢাকা-মাওয়া মহাসড়কে ৮ লেনের বাস্তবায়ন। জিনজিরা জনি টাওয়ার পর্যন্ত ৪ লেন। জিনজিরা সৈয়দপুর সড়কের নবাবগঞ্জ-দোহার পর্যন্ত ৬শ’ কোটি টাকার উন্নয়ন। তিনি বলেন, এসব উন্নয়নের বেশিরভাগই চলমান ও প্রক্রিয়াধীন রয়েছে। উন্নয়ন কর্মকা-কে এগিয়ে নিতে আগামীতেও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান। শুক্রবার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগানগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
×