ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সফর নিয়ে সংশয়ে ওয়ার্নার

প্রকাশিত: ০৬:৩৮, ২৯ জুলাই ২০১৭

সফর নিয়ে সংশয়ে ওয়ার্নার

স্পোর্টস রিপোর্টার ॥ অর্থিক লেনদেন নিয়ে খেলোয়াড়দের সঙ্গে তৈরি সঙ্কট নিরসনে আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে আন্দোলনের অন্যতম পুরোধা ডেভিড ওয়ার্নার জানিয়েছেন আদালত নয়, সিএ-কে তাদের সঙ্গেই আলোচনা করতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে আসন্ন বাংলাদেশ সফর নিয়ে সংশয় প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। তবে অচলাবস্থার মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরিদর্শক দল একদিন আগেই সমাপ্ত বাংলাদেশ সফর শেষে সন্তোষ প্রকাশ করে গেছেন। সিএ’র টিম ম্যানেজার গেভিন ডুভে জোরালো আশাবাদ ব্যক্ত করে বলেছেন, অচিরেই সমস্যার একটা সমাধান হবে এবং অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে। উল্লেখ্য, সিএ’এর আয়ের অংশ বন্টন নিয়ে মতভেদের কারণে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন জাতীয় দলসহ দেশটির শীর্ষ পর্যায়ের প্রায় আড়াই শ’ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি। বাতিল হয়ে গেছে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরও। গেভিন ডুভে বলেন, ‘২০১৫ সালে সফর করতে না পারটা আমাদের জন্য ছিল হতাশার। বাংলাদেশের জন্যও তাই। এবারও তারা সবকিছু দারুণভাবে গুছিয়ে এনেছে। অবশ্যই আমরা বিশ্বের যে কোন জায়গায় খেলতে চাই। খেলোয়াড়দের সঙ্গে যে ঝামেলা চলছে আশাকরি তা অচিরেই মিটে যাবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ভাবমূর্তি নষ্ট হয় এমন কিছুই তারা করবে না। আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ও সমাধানে এগিয়ে এসেছে।’ ম্যানেজার যতই আশার কথা বলুন জটিলতা কিন্তু কমেনি। আগেরদিনই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে বলা হয়েছিল, প্রয়োজনে তারা আদালতের দ্বারস্থ হবেন। কালই (শুক্রবার) সেটি প্রত্যাখ্যান করেছেন ক্রিকেটারদের সংগঠন অস্ট্রেলিয়া ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন (এসিএ)। বিবৃতিতে এসিএ বলেছে, ‘আমরা তিনমাস ধরেই ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর বাইরে নিরপেক্ষ মধ্যস্থতার প্রস্তাব দিয়ে আসছিলাম। এখনও কোন সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তাই এসিএ মনে করছে দেনা-পাওনার জটিলতা মেটাতে মধ্যস্থতাই সঠিক পন্থা। কারণ এতে কোন ধরনের আইনগত ঝক্কি ঝামেলা নেই।’ অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রস্তাবে মধ্যস্থতার কথাও বলা রয়েছে। আদালতে মীমাংসা না হলেই তখন এই পথে হাঁটার কথা বলেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। কিন্তু এর ফলে সবকিছুতে দীর্ঘসূত্রতা বাড়বে বলেই মনে করে এসিএ, ‘সালিশি ব্যবস্থায় জটিলতা বেশি। আরও বড় বিষয় হচ্ছে সময়। সবকিছু বুঝে নেয়ার পরই আসবে সিদ্ধান্ত।’ আর বর্তমান ক্রিকেটারদের মধ্যে আন্দোলনের অগ্রভাগে থাকা ওয়ার্নার বলেছেন, ‘আমাদের মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিটা শুধু বাংলাদেশ সফরের ব্যাপারটাই সংশয়ে ফেলেনি। একই সঙ্গে অনিশ্চয়তার মুখে পড়েছে ভারত সফর। এমনকি এ্যাশেজ নিয়েও আছে সংশয়।’
×