ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদালতের নির্দেশে সিলেটে হকার উচ্ছেদ

প্রকাশিত: ০৬:২৭, ২৯ জুলাই ২০১৭

আদালতের নির্দেশে সিলেটে হকার উচ্ছেদ

আদালতের নির্দেশে সিলেটের বিভিন্ন সড়কের ফুটপাথ দখল ও হকারমুক্ত করার পাশাপাশি রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। তবে উচ্ছেদের পর ফের ফুটপাথে বসার চেষ্টা করছে হকাররা। ফুটপাথ থেকে উচ্ছেদ করা হকারদের পুনর্বাসনে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র। সিলেট নগরীর আদালত চত্বর, জেলা প্রশাসন ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাথগুলো দীর্ঘদিন ধরে ছিল দখলদার ও হকারদের দখলে। এতে সীমাহীন দুর্ভোগে পড়তে হতো পথচারীদের। সম্প্রতি আদালতের নির্দেশনা পাওয়ার পর ফুটপাথ থেকে অবৈধ দখলদার ও হকারদের উচ্ছেদে মাঠে নামে সিলেট সিটি কর্পোরেশন। এছাড়া নগরীর নয়াসড়ক থেকে চৗহাট্টা পয়েন্ট পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের উদ্যোগ নেয়া হয়েছে। তবে সুযোগ পেলেই আবারও ফুটপাথে বসার চেষ্টা করে হকাররা। উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের পরিকল্পনার কথা জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ উদ্যোগ নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করেন নগরবিদরা। Ñস্টাফ রিপোর্টার
×