ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪৫ বছর যাবৎ রাঙ্গামাটি শহরে কোন ড্রেনেজ ব্যবস্থা নেই

প্রকাশিত: ০৬:২৬, ২৯ জুলাই ২০১৭

৪৫ বছর যাবৎ রাঙ্গামাটি শহরে কোন ড্রেনেজ ব্যবস্থা নেই

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ পর্যটন শহর হিসেবে খ্যাত পাহাড়ী শহর রাঙ্গামাটিতে পয়ঃনিষ্কাশনের জন্য কোন ধরনের ড্রেনেজ ব্যবস্থা নেই। ড্রেনেজ ব্যবস্থার অভাবে শহরের পথচারীদের পদে পদে নানা দুর্ভোগে পড়তে হচ্ছে। শহরের প্রধান সড়কে যেমন ড্রেনেজ ব্যবস্থা নেই, তেমনি অলিগলির সড়কেও কোন ধরনের ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে সমগ্র শহরবাসীকে বর্ষার সময় চরম ভোগান্তির শিকার হতে হয়। পাহাড়ী বন্ধুরময় এ শহরের অধিকাংশ বাড়িঘর ও দোকানপাট সড়কের পাশঘেঁষে তৈরি। এসব দোকনপাট, আবাসিক হোটেল ও বাড়িঘরের ভবনের ব্যবহৃত পানি ও বর্ষার ছাদের পানি সড়কের ওপর ছেড়ে দেয়, ফলে পর্যটক, পথচারী ও স্কুলগামী কোমলমতি ছাত্রছাত্রীদের সড়ক দিয়ে চলাচলের ক্ষেত্রে চরম বিপাকে পড়তে হয়। এসব পানি অবিবেকসুলভভাবে সড়কে ছাড়া হয়। আবার ভবনের ওপর থেকে বর্ষার পানি সড়কের ওপর ছেড়ে দেয়। ফলে মাঝেমধ্যেই পথচারীর শরীরে পানি পড়ে সয়লাব হয়ে যায়। এ ঘৃণিত কাজটি রাঙ্গামাটি শহরে দেখার কেউ নেই। শহরের প্রধান বাণিজ্যিক এলাকা রির্জাভ বাজার, বনরূপা ও তবলছড়ি বাজারে কোন ধরনের ড্রেনেজ ব্যবস্থা নেই। বনরূপা ও তবলছড়ি বাজারে সামান্য ড্রেনেজ ব্যবস্থা এক সময় করা হলেও বর্তমানে এর কোন চিহ্নই চোখে পড়ে না। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শহরের রাস্তাঘাট ঘন ঘন খানাখন্দ ভরপুর হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। কোমলমতি ছাত্রছাত্রীরা তাদের শরীরে পানি পড়ার ভয়ে সড়কের মধ্য দিয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনায় শিকার হতে হচ্ছে। রাঙ্গামাটি শহরের সড়কগুলোর রক্ষণাবেক্ষণ পৌরসভা, সড়ক বিভাগ ও এলজিইডি করে থকে। তিন সংস্থার ঠেলাঠেলির কারণে শহরের প্রধান সড়কগুলোতে এ পর্যন্ত কোন ধরনের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ১৯৭২ সালে এ শহরের গোড়াপত্তন হওয়ার পর থেকে এ অবস্থা চলে আসছে, যার ফলে লক্ষাধিক শহরবাসী ড্রেনেজ ব্যবস্থার অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছে।
×