ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী শিশুদের ভিন্নধর্মী বিকেল

প্রকাশিত: ০৬:২১, ২৯ জুলাই ২০১৭

প্রতিবন্ধী শিশুদের ভিন্নধর্মী বিকেল

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবন্ধী শিশুরাও সমাজের অংশ। তাদের বেড়ে ওঠার জন্য মানসিক বিকাশ গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক কার্যক্রম প্রতিবন্ধী শিশুদের মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় একটি অনুসঙ্গ। এ বিষয়টি অনুধাবন করে এফেনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, রোটারিয়ান ও বিশিষ্ট সমাজসেবক ইশরাত জাহান আইভীর নিয়মিত উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হলো প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ সঙ্গীত অনুষ্ঠান। মঙ্গলবার বিকেলে রাজধানীর মৌচাক এলাকার বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের অডিটোরিয়ামের এক মনোঙ্গ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন প্রতিবন্ধী কিশোর হামিম, কণ্ঠশিল্পী তৌফিক অপু, মরিয়ম মারিয়া, পিযুষ ও ইশরাত জাহান আইভী। দেড় ঘন্টাব্যাপী এই আয়োজন উপভোগ করেন প্রতিবন্ধী শিশু-কিশোর, তাদের শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকরা। এ প্রসঙ্গে বাংলাদেশ কৃষকলীগের সাবেক সভাপতি মহসিন বুলবুলের সুযোগ্য কন্যা ইশরাত জাহান আইভী বলেন, প্রতিবন্ধী শিশু-কিশোররা এ সমাজেরই অংশ। অথচ তাদেরকে নিয়ে ভাববার মানুষ কম। প্রতিবন্ধীদের জন্য আমার এ উদ্যোগ নিয়মিত থাকবে।
×