ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রায়পুরায় আধিপত্য নিয়ে সংঘর্ষ ॥ আহত ২৬

প্রকাশিত: ০৬:১৫, ২৯ জুলাই ২০১৭

রায়পুরায় আধিপত্য নিয়ে সংঘর্ষ ॥ আহত ২৬

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ এলাকার আধিপত্য নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ছয়জন টেটাবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছে। রায়পুরা উপজেলার দুর্গমচর এলাকা মির্জারচর ইউনিয়নের মির্জারচর বাজারে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে মির্জারচর ইউপি চেয়ারম্যান ও তার প্রতিপক্ষ ফারুক মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে মির্জারচর বাজারে দু’পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়া বেধে যায়। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয়। উভয়পক্ষই টেঁটা, বল্লম, লাঠিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে হান্নান মিয়ার, লিল মিয়া, আঙ্গুর মিয়া, জিয়াউর রহমান, শাহ আলম, জামান মিয়া টেটাবিদ্ধ হয় এবং লাঠির আঘাতে আরো ২০ জন আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে টেঁটাবিদ্ধ হান্নান, জিয়াউর রহমান ও শাহ আলম গুরুতর আহত হয়। এ অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
×