ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুগল জমি কিনছে

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ জুলাই ২০১৭

গুগল জমি কিনছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালিতে জমি কিনেছে গুগল। ক্যালিফোর্নিয়ার চার মাইল দক্ষিণে ৮২ কোটি মার্কিন ডলারে রিয়েল এস্টেট অংশীদার সিবিআরই’র কাছ থেকে জমি কিনেছে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের এই জমি ক্রয়ের মাধ্যমে সানিভেল-এ তাদের অনেকগুলো ছোট ছোট ক্যাম্পাসের মধ্যে দূরত্ব কমবে বলে ধারণা করা হচ্ছে। গত মাসেই স্যান হোসে শহরের সঙ্গে ১৬টি জমি কেনার ব্যাপারেও দর কষাকষির অধিকার পেয়েছে গুগল। স্যান হোসেতে জমি কিনতে ইতোমধ্যেই গুগল এবং তাদের উন্নয়ন অংশীদার প্রতিষ্ঠান ট্র্যামেল ক্রো ১০ কোটি মার্কিন ডলার খরচ করেছে। জমি কেনা শেষ হলে গুগলের বে এরিয়ার কর্মীদের স্যান ফ্রান্সিসকো থেকে স্যান হোসেতে চলে যাওয়ার কথা রয়েছে। গুগলের বর্তমান কর্মী সংখ্যা ৭২ হাজারেরও বেশি। ব্যবসা বাড়াতে তাদের আরও জায়গা দরকার কারণ তারা আরও বেশি কর্মী নিয়োগ দিতে চায়। -সিএনবিসি
×