ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৫ দিন পর পদ্মা সেতুর পাইল ড্রাইভ ফের শুরু

প্রকাশিত: ০৫:৫৫, ২৯ জুলাই ২০১৭

২৫ দিন পর পদ্মা সেতুর পাইল ড্রাইভ ফের শুরু

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মাওয়া থেকে ফিরে ॥ পদ্মা সেতুর পাইল ড্রাইভ আবার শুরু হয়েছে। হ্যামার সমস্যায় প্রায় ২৫ দিন পাইল ড্রাইভ বন্ধ থাকার পর শুক্রবার রাতে এই ড্রাইভ শুরু হয়। সেতুর ৩৬ নম্বর পিলারে পাইল ড্রাইভ করছে ২৪শ’ কিলোজুল ক্ষমতার হ্যামারটি। এই হ্যামার মেরামতের কারণে পাইল ড্রাইভ বিলম্বিত হচ্ছিল। তারপরও এ পর্যান্ত যতগুলো পাইল ড্রাইভ হয়েছে কয়েকটি বাদে সবই করেছে জার্মানি এই হ্যামার। ৩ হাজার কিলোজুল ক্ষমতার বিশ্বের সবচেয়ে বড় হ্যামার মাওয়ায় আসলেও মাত্র ৩টি পাইল ড্রাইভ করার পরই এটি বিকল হয়ে যায়। তবে এটি মেরামতের কাজ চলছে। তবে পদ্মা সেতুর কাজ এগিয়ে নিতে জরুরীভিত্তিতে ১৯শ’ কিলোজুল ক্ষমতার আরও একটি জার্মানি সচল হ্যামার এখানে আনা হচ্ছে। শুক্রবার রাতে পদ্মা সেতু কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এটি বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে। ২২ জুলাই সিঙ্গাপুর থেকে রওনা হয়ে ৩০ জুলাই মংলা বন্দরে পৌঁছার কথা রয়েছে। পরে ৩ আগস্ট মাওয়ায় পৌঁছার কর্মসূচী দেয়া আছে। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই এটি ড্রাইভ শুরু করবে। এছাড়াও উচ্চ ক্ষমতার (সাড়ে ৩ হাজার কিলোজুল) হ্যামার জার্মানিতে তৈরি হচ্ছে। এটি নবেম্বরে আসার কথা রয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, শুধু হ্যামার সঙ্কটের কারণে মূল সেতুর কাজে কিছুটা বিলম্বি হচ্ছে। এর আগে ২ হাজার কিলোজুল ক্ষমতার আরেকটি হ্যামার আনা হলেও সেটি বিকল রয়েছে। মূল সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি সাধ্যমতো চেষ্টা চালালেও হ্যামারের বিষয়ে বেশ চ্যালেঞ্জে রয়েছে। একের পর এক হ্যামার আনা হলেও আশানুরূপ ফল মিলছে না। তাই এ ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ে সেতুর কাজ সম্পন্ন করার লক্ষ্যে হ্যামারকে এখন বিশেষ টার্গেটে রাখা হয়েছে। এদিকে সেতুর ৩৭ এবং ৩৮ নম্বর পিলারের উপরের লেয়ারের বেইজ কংক্রিটিং সম্পন্ন হয়ে গেছে। গত ২৩ জুলাই ৩৮ নম্বর পিলারের এই বেইজ কংক্রিটিং হয়। এর আগে ১৭ জুলাই ৩৭ নম্বর পিলারের বেইজ কংক্রিটিং সম্পন্ন হয়। শুক্রবার রাতে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, আগামী ২৮ দিনের মধ্যে এই পিলার দু’টির কাজ পুরোপুরি সম্পন্ন হবে। তাই সেপ্টম্বরে প্রথম স্প্যানটি (সুপার স্ট্রাকচার) স্থাপন করা সম্ভব হবে। এদিকে ২৩ জুলাই পদ্মা সেতুর ১০ নম্বর স্প্যান চীন থেকে সমুদ্র পথে রওনা হয়েছে। আগস্টের মাঝামাঝি এটি মাওয়ায় এসে পৌঁছবে। এরই মধ্যে জাজিরা প্রান্তের ভায়াডাক্টের (সংযোগ সেতুর) ১৩৬টি পাইল স্থাপন হয়ে গেছে। আর আগস্টে মাওয়া প্রান্তের সংযোগ সেতুর এই কাজ শুরু হতে যাচ্ছে।
×