ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাঁচদিনের সফওে রাশিয়ায় গেলেন নৌবাহিনী প্রধান

প্রকাশিত: ০৫:৪৪, ২৯ জুলাই ২০১৭

পাঁচদিনের সফওে রাশিয়ায় গেলেন নৌবাহিনী প্রধান

‘রাশিয়ার নৌবাহিনী দিবস’ উদযাপন উপলক্ষে সেন্ট পিটার্সবার্গে আয়োজিত কুচকাওয়াজ ও সমুদ্র মহড়া পরিদর্শনে পাঁচ দিনের সরকারী সফরে নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ বৃহস্পতিবার রাতে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানান। সফরকালে নৌপ্রধান রাশিয়ান নৌবাহিনীর কমান্ডার-ইন-চীফ এ্যাডমিরাল ভøাদিমির করোলেভের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। কুচকাওয়াজ ও সমুদ্র মহড়া পরিদর্শন ছাড়াও নৌপ্রধান রাশিয়ান নৌবাহিনীর একটি ফ্রিগেট এবং একটি করভেট পরিদর্শন করবেন। উল্লেখ্য, রাশিয়ার নৌবাহিনী প্রতিবছর জুলাই মাসের শেষ রবিবার দেশটির শহীদ নাবিকদের স¥রণে ‘রাশিয়ান নেভি ডে’ পালন করে থাকে। তারই অংশ হিসেবে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। উক্ত সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে একজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে নৌপ্রধান ২ আগস্ট দেশে ফিরবেন। আইএসপিআর
×