ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেনী জাপার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

ক্ষমতায় যেতেই নির্বাচন করবে জাপা ॥হাওলাদার

প্রকাশিত: ০৫:৪৩, ২৯ জুলাই ২০১৭

ক্ষমতায় যেতেই নির্বাচন করবে জাপা ॥হাওলাদার

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ক্ষমতায় বসতেই আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। কারণ দেশের মানুষ এখন জাপাকে চায়। তাই দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণের সার্বিক প্রস্তুতিও নেয়া হয়েছে। বৃহস্পতিবার বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় এসব কথা বলেন তিনি। এরশাদের হাতের ছোঁয়ায় এদেশের অনেক উন্নয়ন হয়েছে উল্লেখ করে হাওলাদার বলেন, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ অসংখ্য উন্নয়নের ছোঁয়া রয়েছে এদেশের প্রতিটি স্তরে স্তরে। জাতীয় পার্টির পবিত্র অঙ্গীকার, তোমাদের ঘাম, নিঃস্বার্থ পরিশ্রম কখনই বৃথা যেতে পারে না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা এরশাদ সরকারের আমলের উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধর। সবাইকে বল আমরা দেশের কল্যাণে কাজ করেছিলাম। ভবিষ্যতেও করব। তিনি বলেন, আমাদের প্রত্যাশা আগামী নির্বাচনে এরশাদ সরকার প্রধান হবেন। কারণ রাজনীতিতে জাতীয় পার্টি এখন বিশাল ফ্যাক্টর। বারবার আলোচনায় আসছে জাতীয় পার্টি। কারণ সু-সংগঠিত, শৃঙ্খলিত ও শক্তিশালী একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল জাপা। দীর্ঘ ২৬ বছর নানা প্রতিকূল পরিস্থিতির মুখে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে আসছি। প্রতিবারই মানুষ আমাদের ভোট দেয়। বিজয়ী করে। এরশাদ জেলে থেকেও নির্বাচনে পাঁচ-পাঁচটি আসনে দুই দুই বার জয়লাভ করেছেন। দু’টি দলের বারবার আঘাতের পরেও ৯ বছর মানুষের জন্য সেবা দিয়েছেন, সু-শাসন দিয়েছেন, সংস্কার করেছেন, উন্নয়ন করেছেন। দেশে এবং দেশের বাইরেও ২৩ জুলাইয়ের গণসংবর্ধনায় মানুষ হতবাক হয়েছে। আমাদের প্রত্যাশা নির্বাচনে জাতীয় পার্টিকে মানুষ ভোট দেবে। জাতীয় পার্টির সু-শাসনের স্বর্ণালী যুগ দেশের মানুষ ফিরে পেতে চায়। আধুনিক বাংলা গড়ার জন্য নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হও। দলের চেয়ারম্যানের প্রতি দেশের এবং বিদেশের মানুষের সমর্থন থাকবে। সভায় বক্তব্য রাখেন, হাবিবুল্লাহ বেলালী, ফকরুল আহসান শাহাজাদা, গোলাম মোস্তফা, আবুল খায়ের, সিরাজুল ইসলাম, মোঃ ইসমাইল, মোহাম্মদ আলী খান, মজিবুর রহমান লিটন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল, আমানত হোসেন আমানত, জহিরুল আলম রুবেল, সুমন আশরাফ, রেজাউল করিম, হেলাল উদ্দিন, ডাঃ সেলিমা খান, আব্দুস সাত্তার গালিব, মামুনুর রহমান, জহিরুল ইসলাম মিন্টুসহ প্রমুখ।
×