ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি নাগরিক জীবনের প্রতিচ্ছবি॥ আসাদুজ্জামান নূর

প্রকাশিত: ০৫:৪২, ২৯ জুলাই ২০১৭

সংস্কৃতি নাগরিক জীবনের প্রতিচ্ছবি॥ আসাদুজ্জামান নূর

অংকুর-২০১৭’ আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উৎসব ‘এমআইএসটি লিটেরেচার এ্যান্ড কালচারাল ক্লাব’-এর ব্যবস্থাপনায় শুক্রবার মিরপুর সেনানিবাসের, মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে ওই উৎসবে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুস্থ সংস্কৃতির উন্নয়নের মাধ্যমে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। মন্ত্রী বলেন, সংস্কৃতি নাগরিক জীবনের প্রতিচ্ছবি। সুস্থ সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলা যায়। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে লব্ধজ্ঞানের বাস্তব প্রয়োগ করে বাংলাদেশ সরকারের দেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশ, জাতি, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সর্বজনীন জীবনযাত্রায় সংস্কৃতির উত্তরোত্তর উন্নয়নের ধারাকে বজায় রাখার ব্যাপারে ‘অংকুর ২০১৭’-এর উদ্যোগকে তিনি স্বাগত জানান। অনুষ্ঠানে, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ আবুল খায়ের, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং উর্ধতন সামরিক ও অসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর
×