ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কর্মীদের হাতে চিপ স্থাপন

প্রকাশিত: ০৫:৪১, ২৯ জুলাই ২০১৭

কর্মীদের হাতে চিপ স্থাপন

কার্ড সোয়াইপ করার ইতি টানতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। কর্মীদের হাতে চালের সমান মাইক্রোচিপ ইনস্টল করে দেয়ার ব্যবস্থা করছে তারা। থ্রি স্কয়ার মার্কেটের প্রধান নির্বাহী টড ওয়েস্টবি বলেন, যুক্তরাষ্ট্রে এই ডিভাইস ব্যবহারে এটিই প্রথম প্রতিষ্ঠান হতে যাচ্ছে। ২০০৪ সালে এই ডিভাইস যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছ থেকে অনুমোদন পায়। মাইক্রো মার্কেট প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানটি ৫০ স্বেচ্ছাসেবক কর্মীর হাতে এই চিপ বসানোর আশা করছে। প্রতিটি চিপ বসাতে খরচ হবে তিন শ’ ডলার। একটি সুই দিয়ে বুড়ো আঙ্গুল আর তর্জনীর মাঝখানে এটি বসানো হবে। এক্ষেত্রে কোন কর্মী ব্যাজ বা ক্রেডিট কার্ড আনতে ভুলে গেলে যে ঝামেলায় পড়েন তা দূর হবে। একবার কোন কর্মীর হাতে এই চিপ ইনস্টল করা হলে তিনি তা দিয়ে ব্রেক রুম থেকে খাবার কিনতে পারবেন, দরজা খুলতে পারবেন ও কম্পিউটার চালু করতে পারবেন। এই ডিভাইস হ্যাকড হওয়ার ঝুঁকি একদমই নেই। -সিএনবিসি
×