ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৬০ ব্যক্তিকে জরিমানা

প্রকাশিত: ০৫:৩৮, ২৯ জুলাই ২০১৭

ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৬০ ব্যক্তিকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিমানবন্দর এলাকায় ফুটওভার ব্রিজ ব্যবহার না করার অপরাধে ৬০ নাগরিককে জরিমানা করেছে ট্রাফিক উত্তর বিভাগ। এ সময় তাদের ৩৭৫০ টাকা জরিমানাও করা হয়। ট্রাফিক উত্তর বিভাগ সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টার পর্যন্ত উত্তরা ট্রাফিক জোনের এয়ারপোর্ট ক্রসিং এ ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় পথচারীরা ফুটওভারব্রিজ ব্যবহার না করে বিপজ্জনকভাবে যত্রতত্র রাস্তা পার হচ্ছিল। পরে মোবাইল কোর্টে ফুটওভারব্রিজ ব্যবহার না করে বিপজ্জনকভাবে রাস্তা পার হবার সময় এরকম ৬০ জনকে ৩৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে ট্রাফিক (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় নাগরিকদের উদ্দেশে জানান, জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়। জনগণকে ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতন ও উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য। কারণ চোখের পলকেই ঘটে যাচ্ছে একটি দুর্ঘটনা। যা আপনার সারা জীবনের কান্না বহন করতে হবে। তিনি জানান, ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ফুটওভারব্রিজ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ট্রাফিক উত্তর বিভাগের প্রতিটি গুরুতরপূর্ণ স্থানে ভবিষ্যতে মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা হবে।
×