ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৩৪ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ০৫:৩৮, ২৯ জুলাই ২০১৭

৩৪ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

পুরান ঢাকার চক মোগলটুলী এলাকার একটি মার্কেট থেকে প্রায় ৩৪ কোটি টাকার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে টানা ১২ ঘণ্টা আল সাহানী মার্কেটে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, বুধবার পুরান ঢাকার চক মোগলটুলী এলাকার আল সাহানী মার্কেটে কোস্টগার্ড, ঢাকা জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর যৌথ অভিযান চালায়। এ সময় মার্কেটের আন্ডারগ্রাউন্ডের আটটি দোকান থেকে এক কোটি ৬৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, জব্দকৃত কারেন্ট জালের অনুমানিক মূল্য ৩৪ কোটি টাকা। তিনি জানান, কোস্টগার্ডের দীর্ঘদিনের নজরদারির পর বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই মার্কেটে এ অভিযান চালানো হয়। পরে জব্দকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় কোস্টগার্ডের পক্ষে অভিযানে ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার সাখাওয়াত কবির ও সাব-লেফটেন্যান্ট মমতাজুল আসিফ। এছাড়াও ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোঃ আলমগীর ও মৎস্য জরিপ কর্মকর্তা আবুল কাশেমও উপস্থিত ছিলেন। হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার পুরান ঢাকার ওয়ারীতে হেরোইনসহ মোঃ বিদ্যুত (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত বিদ্যুতকে আদালতে পাঠানো হয়েছে। ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মহাগনর গোয়েন্দা পূর্ব বিভাগের একটি দল পুরান ঢাকার ওয়ারীর বনগ্রামের খোকন মেটাল নামে একটি দোকানের সামনে থেকে বিদ্যুতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিদ্যুত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত।
×