ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে স্কুলছাত্রের আত্মহত্যা, তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৫:৩৭, ২৯ জুলাই ২০১৭

রাজধানীতে স্কুলছাত্রের আত্মহত্যা, তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কলাবাগানে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। এদিকে বাড্ডা এলাকা থেকে মাইক্রোবাস থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার হয়েছে। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে পুরান ঢাকার চক মোগলটুলী এলাকার একটি মার্কেট থেকে প্রায় ৩৪ কোটি টাকার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এছাড়া ওয়ারীতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর কলাবাগান এলাকার আকিব হাসান (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সে ধানমণ্ডি মডেল স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ত। তার বাবার নাম হানিফ মিয়া। গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলার সালুয়া গ্রামে। কলাবাগান লাল ফকিরের মাজার এলাকার একটি টিনশেড ভাড়া বাসায় বাবা-মা ও তিন ভাইয়ের সঙ্গে থাকত। শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আকিবের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বাবা কাঁচামাল ব্যবসায়ী হানিফ মিয়া জানান, তিনি কাঁচামাল ব্যবসা করতেন। আর স্ত্রী বাসাবাড়িতে কাজ করেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে ছেলে আকিবকে ধানম-ি মডেল স্কুলে পাঠিয়ে ছোট ছেলেকে নিয়ে কাজে বের হয়ে যান। রাত ৮টার দিকে বাসায় এসে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও দরজা না খুললে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখেন আকিব ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলছে। পরে তাকে সেখান থেকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। রাত ১১টার দিকে ছেলে আকিব মারা যায়। তবে কী কারণে আকিব ফাঁস দিয়েছে তা তিনি জানাতে পারেননি। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, শুক্রবার দুপুরে ঢামেক হাসপাতাল মর্গে আকিবের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এক লাখ পিস ইয়াবা রাজধানীর বাড্ডা এলাকা থেকে তিন কোটি টাকার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলোÑ মোঃ আবু তাহের (২২), মোঃ লুৎফর রহমান (২০) ও মোঃ শাহাদাত হোসেন ওরফে সোহাগ (২৮)। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার মধ্য বাড্ডা এলাকায় অবস্থান নেয় তাদের একটি টিম। এ সময় একটি মাইক্রোবাসকে সিগন্যাল দেয় কাউন্টার টেররিজম ইউনিট। তখন মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তারা ধাওয়া দিয়ে ধরে ফেলে ওই মাইক্রোবাসটি। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় সিটের নিচে রক্ষিত কয়েকটি প্লাস্টিক প্যাকেট থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাইক্রোবাসের ভেতর থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। কাউন্টার টেররিজম ইউনিট সূত্র জানায়, এক লাখ পিস ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। বহনকারী মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন ধরে তারা নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটের ব্যবসা চালিয়ে আসছিল। রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করত। প্রতিবারের মতো এবারও তারা কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে মাইক্রোবাসযোগে ঢাকা আসছিল। এ বিষয়ে গ্রেফতারকৃদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
×