ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তুরস্কে দুই কুর্দী পার্লামেন্ট সদস্য বরখাস্ত

প্রকাশিত: ০৪:১১, ২৯ জুলাই ২০১৭

তুরস্কে দুই কুর্দী  পার্লামেন্ট সদস্য  বরখাস্ত

তুরস্কের পার্লামেন্ট সেদেশের দু’জন কুর্দী সংসদ সদস্যকে বরখাস্ত করেছে। সরকার পিপলস ডেমোক্র্যাটিক পার্টির ওই দুই সংসদ সদস্যের বিরুদ্ধে কুর্দী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের সঙ্গে যাগসাজশের অভিযোগ আনার পর এ ব্যবস্থা নিল তুর্কী পার্লামেন্ট। বৃহস্পতিবার তুর্কী পার্লামেন্টে এক ভোটাভুটির মাধ্যমে তুগবা হেজার ও ফয়সাল সারিলদিজের পার্লামেন্ট সদস্যপদ কেড়ে নেয়া হয়। খবর ওয়েবসাইটের। পার্লামেন্টের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (এইচডিপি) আরেক পার্লামেন্ট সদস্য ফিলিজ কেরেসতেজিওগ্লু বলেন, তার দল এ ধরনের পদক্ষেপে রাজনৈতিক তৎপরতা স্থগিত করবে না। তিনি আরও বলেন, ‘পার্লামেন্ট হোক বা কারাগার হোক আমরা যে কোন স্থানে বসে রাজনীতি করার জন্য প্রস্তুত রয়েছি।’
×