ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাইজিরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৪০

প্রকাশিত: ০৪:১০, ২৯ জুলাই ২০১৭

নাইজিরিয়ায় বোকো  হারামের হামলায়  নিহত ৪০

নাইজিরিয়ায় জঙ্গীগোষ্ঠী বোকো হারামের অতর্কিত হামলায় নয় সেনাসহ অন্তত ৪০ ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় বোরনো প্রদেশের মাইদুগুরি বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে তেল উত্তোলনকারী একটি দলের পাঁচ সদস্য রয়েছেন। খবর বিবিসির। জঙ্গীগোষ্ঠীটির হামলায় এত বেশি সংখ্যক মানুষ নিহত হওয়ার ঘটনা নাইজিরিয়া সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। কারণ সরকার দাবি করছে, বোকো হারাম গোষ্ঠীকে প্রায় নির্মূল করা হয়েছে। নাইজিরিয়ায় ২০০৯ সালে বোকো হারামের উৎপাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ নিহত ও কয়েক হাজার অপহৃত হয়েছে। বোকো হারামের হাতে অপহৃত মাইদুগুরি বিশ্ববিদ্যালয়ের একদল ভূতত্ত্ববিদ ও গবেষককে মঙ্গলবার সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে আসে।
×