ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পালাতে গিয়ে ধরা পড়লো পুলিশের ডিআইজি

প্রকাশিত: ০২:২৭, ২৮ জুলাই ২০১৭

পালাতে গিয়ে ধরা পড়লো পুলিশের ডিআইজি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পরিচয় দেয়া ফিরোজ (২৮) নামে প্রতারক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করে গাড়ি করে পালাতে গিয়ে উত্তরার আব্দুল্লাহপুর থেকে তিনি আটক হন। পুলিশ জানায়, গ্রেফতারকৃতের কাছে থেকে পুলিশের একটি ওয়াকিটকি, তিনটি মোবাইল ফোন, লেডিস ঘড়ি ও কয়েকটি স্প্রে জব্দ করা হয়। এ সময় পুলিশের স্টিকার লাগানো একটি গাড়িও জব্দ করা হয়। এ ব্যাপারে আব্দুল্লাহপুরে কর্তব্যরত সার্জেন্ট মুজাহিদুল ইসলাম জানান, দুপুরে আব্দুল্লাহপুরে ডিউটিরত অবস্থায় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। চ্যালেঞ্জ দিয়ে গাড়িটি থামানোর পর ফিরোজ নামে ওই ব্যক্তি নিজেকে ডিআইজি বলে পরিচয় দেন। তবে তিনি স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাকে আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি করে ওয়াকিটকি, মোবাইল ফোন, সেনাবাহিনীর ব্যাগ, কয়েকটি স্প্রে ও লেডিস ঘড়ি পাওয়া যায়। এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে।
×