ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হলি আটিজান হামলা

মূল ‘পরিকল্পনাকারী’ রাশেদ ও তার বাবা এক বছর ধরে নিখোঁজ

প্রকাশিত: ০২:২০, ২৮ জুলাই ২০১৭

মূল ‘পরিকল্পনাকারী’ রাশেদ ও তার বাবা এক বছর ধরে নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ গুলশানের হলি আর্টিজান বেকারীতে হামলার মূল ‘পরিকল্পনাকারী’ আসলাম হোসাইন ওরফে মোহন ওরফে রাশেদুল ইসলাম রাশেদ ও তাঁর বাবা আব্দুস সালাম গত বছরের জুন মাসে মান্দার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই তাদের। শুক্রবার ভোরে নাটোরের সিংড়া থানা এলাকা থেকে গ্রেফতার হয় আসলাম হোসাইন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে মোহন রানা। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আব্দুস সালামের পুত্র আসলাম হোসাইন। পরিবার ও এলাকাবাসীর কাছে মোহন নামেই বেশি পরিচিত আসলাম। ৭-৮ বছর আগে আর্থিক অনটন ও মামলার কারণে আব্দুস সালাম তাঁর স্ত্রী নাসিমা বেগম, ছেলে আসলাম ওরফে মোহন ও মেয়ে জেসমিন আখতারকে নিয়ে রাজশাহীর নওহাটা এলাকার মথুরা নওদাপাড়ায় তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে বসবাস শুরু করে। আসলামের মা নামিমা বেগম বলেন, ‘গত বছরের ১১ রোজায় (জুন মাস) ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মোহন। এর দুই-তিন পর তার বাবাও নিখোঁজ হয়। এরপর থেকেই তাঁদের সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ নেই। এখন তাঁরা কোথায় কি অবস্থায় আছে তার কিছুই জানি না। আমার ছেলে গ্রেফতার হয়েছে কিনা তাও এখন পর্যন্ত জানি না।’ তিনি জানান, আসলাম রাজশাহীর নওহাটা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে। পরে রাজশাহী মডেল কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়াশোনা করা অবস্থায় নিখোঁজ হয় সে। এর কয়েক দিন পরে তার বাবাও নিখোঁজ হয়। তার চাচা আবুল কালাম আজাদ বলেন, ‘মোহনের বাবা আব্দুস সালামের বিরুদ্ধে ৭-৮ বছর আগে চেক ডিজঅনারের একটি মামলা হয়। মামলার পরপরেই পরিবার নিয়ে তিনি রাজশাহীতে শ্বশুরবাড়িতে চলে যান। এরপর থেকে ভাই ও তাঁর পরিবারের সঙ্গে আমাদের তেমন কোনো সম্পর্ক নেই। তাঁরাও আর কোনো দিন গ্রামের বাড়িতে আসেনি।’ মান্দা থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, রাশেদ বা আবু জাররা নামে মান্দায় কেউ তাকে চিনে না। মান্দার তেতুলিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে আসলাম হোসেন ওরফে মোহন রানা নামে এক ছেলের খোঁজ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে আসলাম হোসেনই জঙ্গি রাশেদ। তার পরিবার ৭-৮ বছর আগে কাঞ্চনপুর থেকে রাজশাহীতে চলে গেছে। আসলামের বাবা আব্দুস সালাম চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তারা পারিবারিক ভাবেই জামায়াতের সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয়রা জানিয়েছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
×