ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্যাটেলাইট তথ্য কৃষকের আয় বাড়াবে ২০ ভাগ

প্রকাশিত: ০৮:৫১, ২৮ জুলাই ২০১৭

স্যাটেলাইট তথ্য কৃষকের আয় বাড়াবে ২০ ভাগ

স্টাফ রিপোর্টার ॥ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে কৃষককে প্রযুক্তি নির্ভর সেবা দেয়ার বিকল্প নেই। ধীরে ধীরে কৃষকের হাতেও প্রযুক্তি সহজলভ্য হয়ে উঠছে। কয়েক বছরের মধ্যেই এনড্রয়েড হ্যান্ডসেটের দামও ২ হাজার টাকায় নেমে আসতে পারে। এমন পরিস্থিতিতে স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে কৃষককে রোগ-বালাই, আবহাওয়া পরিস্থিতি এবং শস্যের বেড়ে ওঠার প্রক্রিয়াতে করণীয় বিষয়ে সঠিক তথ্য দেয়া গেলে কৃষকের আয় বাড়বে অন্তত ২০ শতাংশ। এতে প্রাপ্ত তথ্যের সঠিক ব্যবহার সম্ভব হলে কৃষকের উৎপাদনশীলতা বাড়বে ১৫ শতাংশ। একই সঙ্গে শস্যের ক্ষতি কমবে ৩৫ শতাংশ। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে ‘এমপাওয়ারিং ফার্মারস থ্রো এডভান্সড ইনফরমেশন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), এসিআই লিমিটেড ও নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসএনভি) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ফা হ আনসারী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মোঃ গোলাম মারুফ। আয়োজকরা বলেন, ইনটেলিজেন্ট ডিসিশন সাপোর্ট সিস্টেম (আইডিএসএস) শীর্ষক প্রকল্পের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেশের ১২ জেলার প্রায় ৯ লাখ ৭০ হাজার কৃষককে পাঁচটি বিষয়ের ওপর কার্যকর তথ্য সেবা দেয়া হবে। আইডিএসএস শীর্ষক এ প্রকল্পটি বাস্তবায়ন করবে এসএনভি, এসিআই লিমিটেড ও ডিএই ও নেদারল্যান্ডস স্পেস অফিস। পাইলট আকারে এ কর্মসূচীর মাধ্যমে ২০১৮ সালেই একটি কার্যকর এ্যাপস সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে। এই এ্যাপস থেকে কৃষক যেমন তথ্য জানতে পারবে তেমনি জানাতে পারবে তার ফসলের অগ্রগতি বা সমস্যার কথা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠকালে আইডিএসএস প্রকল্পের টিম লিডার শামীম মুরাদ বলেন, প্রকল্পের আওতায় একটি এ্যাপস উদ্ভাবন করা হবে। ফলে একটি স্মার্ট ফোন ব্যবহার করে কৃষকরা সহজেই কৃষি বিষয়ে সঠিক তথ্য পাবেন।
×