ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে স্কুল ফুটবলে হামলা ॥ আহত ৫

প্রকাশিত: ০৮:৫০, ২৮ জুলাই ২০১৭

মুন্সীগঞ্জে স্কুল ফুটবলে হামলা ॥ আহত ৫

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া অনুষ্ঠানে পরাজিত দলের হামলায় বিজয়ী দলের পাঁচ খেলোয়াড় আহত হয়েছে। আহত স্ট্রাইকার রাহাতুল ইসলাম (১৫), গোলরক্ষক আমিরুল ইসলাম (১৪), ডিফেন্সের খেলোয়াড় খালেদ হাসান (১৫) ও সাজ্জাদ হোসেন (১৪) এবং স্ট্রাইকার আজিজুল ইসলামকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীমন ক্রীড়া প্রতিযোগিতায় সদর উপজেলার ছেলেদের দ্বিতীয় পর্বের খেলায় সদর উপজেলার রিকাবীবাজার গ্রীন ওয়েলফেয়ার মাঠে এই ঘটনা ঘটে। সদর উপজেলার চরকেওয়ারের এম এ খালেক আদর্শ উচ্চ বিদ্যালয় ও মাঠের পার্শ্ববর্তী বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের সঙ্গে খেলা চলছিল। এদিকে আজ শুক্রবার প্রথম সেমিফানাল নিয়ে শঙ্কায় রয়েছে এম এ খালেক উচ্চ বিদ্যালয়। কারণ, বিদ্যালয়টিকে যদি একই মাঠে খেলতে যেতে হয় তা হলে ফের আক্রমণের শিকার হতে পারে। এছাড়াও তাদের সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বী ওই এলাকারই রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়। তাই হামলার শিকার বিদ্যালয়টির খোলোয়াড়রা আতঙ্কগ্রস্ত।
×