ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওভালে বৃষ্টি ও কুকের দিন

প্রকাশিত: ০৮:৪৯, ২৮ জুলাই ২০১৭

ওভালে বৃষ্টি ও কুকের দিন

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টিবিঘিœত ওভাল টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড করেছে ৪ উইকেটে ১৭১। সতীর্থদের ব্যর্থতার মাঝে অটল কুক দিন শেষ করেছেন অপরাজিত ৮২ রানে। বৃষ্টি বাগড়া দিয়েছে বারবার। শেষ পর্যন্ত বৃষ্টিতে দিনের খেলা শেষ হয়েছে আগেই। ইংল্যান্ডের সবচেয়ে পুরনো টেস্ট ভেন্যুর শততম টেস্টের প্রথম দিনটিতে খেলা হয়েছে ৫৯ ওভার। ইংলান্ডের হয়ে অভিষেক হয়েছে তিন জনের। ১৪২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে টেস্ট ক্যাপ পেয়েছেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান ডাভিড মালান, ১৪১ ম্যাচ খেলা ২৮ বছর বয়সী ব্যাটসম্যান টম ওয়েস্টলি। ২৯ বছর বয়সী পেসার টবি রোল্যান্ড-জোন্স খেলেছেন ৯১টি। মেঘলা আকাশের নিচে টস জিতে ব্যাটিং নিয়েছেন জো রুট। ওভালের উইকেট বরাবরই ব্যাটসম্যানদের হয়ে কথা বলে একটু বেশি। কিন্তু সুইং তো পেয়েছেনই প্রোটিয়া পেসাররা, বিস্ময়করভাবে মিলেছে সিম মুভমেন্টও। তাতে কুপোকাত ইংলিশ টপ অর্ডার। দলে নিজের জায়গা আরেকটু নড়বড়ে করে শূন্য রানে ফিরেছেন ওপেনার কিটন জেনিংস। আবারও তার ঘাতক ভার্নন ফিল্যান্ডার। দ্বিতীয় উইকেটে ওয়েস্টলিকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন কুক। বৃষ্টি ও লাঞ্চ বিরতির পর জুটি ভাঙেন ক্রিস মরিস, ওয়েস্টলির অভিষেক ইনিংস শেষ হয় ২৫ রানে। জুটি গড়ে তুলেছিলেন কুক ও রুটও। তবে সম্ভবনাময় সেই জুটিও বড় হয়নি। ফিল্যান্ডারের দুর্দান্ত ডেলিভারিতে কুনইন্ট ডি ককের দারুণ ক্যাচে রুটের বিদায়ে ভাঙ্গে ৪৯ রানের জুটি। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা কাগিসো রাবাদা এরপর দারুণ এক লেট সুইঙ্গিং ইয়র্কারে বোল্ড করে দেন অভিষিক্ত মালানকে। ইংল্যান্ড তখন ৪ উইকেটে ১২০। অথচ কুক যেন ব্যাট করছিলেন অন্য কোন উইকেটে! তার অবিচল ব্যাটে বেড়েছে দলের রান। দলকে খানিকটা উদ্ধার করেন বেন স্টোকসকে নিয়ে। দুজনের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটির রান ৫১। ১৭৮ বলে ৮২ রানে অপরাজিত কুক। দ্বিতীয় দিন শুরু করবেন ৩১তম টেস্ট সেঞ্চুরির আশায়। সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৯ ওভারে ১৭১/৪ (কুক ৮২*, জেনিংস ০, ওয়েস্টলি ২৫, রুট ২৯, মালান ১, স্টোকস ২১*; মর্কেল ০/৪৮, ফিল্যান্ডার ২/১৭, রাবাদা ১/৩২, মহারাজ ০/১৬, মরিস ১/৪৮)। ** প্রথম দিন শেষে
×