ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বর্তমান সরকার কখনই বিএনপির সঙ্গে আলোচনায় আসবে না ॥ নজরুল খান

প্রকাশিত: ০৮:৩৬, ২৮ জুলাই ২০১৭

বর্তমান সরকার কখনই বিএনপির সঙ্গে আলোচনায় আসবে না ॥ নজরুল খান

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে বর্তমান সরকার কখনই বিএনপির সঙ্গে আলোচনায় আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাঃ এমএ মাজেদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এতে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ঢাবি ভিসি এমাজউদ্দীন আহমদ বলেন, আমরা চাই জাতীয় নির্বাচন যখনই হোক এটি যেন নিরপেক্ষ হয়। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। বিএনপি শীঘ্রই সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, এটি হবে এমন একটি সরকার যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট থাকবে না। কারণ, সহায়ক সরকারে যারা থাকবেন তারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবেন না। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেনÑ ডাঃ এজেডএম জাহিদ হোসেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কাদের গনি চৌধুরী, ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, ঢাবি অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আক্তার হোসেন, জাবি অধ্যাপক আবদুল লতিফ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, সাংবাদিক নেতা সৈয়দ আবদাল আহমেদ, এম আবদুল্লাহ, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
×