ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘জনশক্তিকে দেশের জনসম্পদে রূপান্তর করতে হবে ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫২, ২৮ জুলাই ২০১৭

‘জনশক্তিকে দেশের জনসম্পদে রূপান্তর করতে হবে ॥ প্রধানমন্ত্রী

বিডিনিউজ ॥ বাংলাদেশের জনসংখ্যা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে জনশক্তিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ। বৃহস্পতিবার কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি খুব একটা উদ্বেগজনক ব্যাপার নয়। অনেকে আমাদের দেশে জনসংখ্যা বেড়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করে। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরে সঠিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, যদি তাদের শিক্ষা-দীক্ষা দিতে পারি, তৈরি করতে পারি, তারাই হচ্ছে আমাদের মূল সম্পদ। জনশক্তিই আমাদের সব থেকে বড় সম্পদ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ নমুনা জরিপ অনুযায়ী, এক লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটার আয়তনের এই দেশে ১৬ কোটি ১৭ লাখ ৫০ হাজার মানুষের বাস। আর ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর। প্রধানমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি, জনশক্তি আমাদের সম্পদ। এই শক্তিকে আমাদের আরও শিক্ষা-দীক্ষা দিয়ে উন্নত করে গড়ে তুলতে হবে। দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্কিল্স ফর দ্য ফিউচার ওয়ার্ল্ড অব ওয়ার্ক এ্যান্ড টিভিইটি (টেকনিক্যাল এ্যান্ড ভোকেশনাল এডুকেশন এ্যান্ড ট্রেনিং) ফর গ্লোবাল কম্পিটিটিভনেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উন্নত দেশসমূহে ক্রমেই কর্মক্ষম জনসংখ্যা হ্রাস পাচ্ছে। বাড়ছে নির্ভরশীল মানুষের সংখ্যা। কোন কোন দেশ বয়স্ক মানুষের দেশ হিসেবে পৃথিবীতে চিহ্নিত হয়ে গেছে। তার বিপরীতে বাংলাদেশের ৪৯ শতাংশ মানুষের বয়স এখন ২৪ বছর বা তার নিচে থাকার বিষয়টি তুলে ধরে কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর এই সুবিধা বা ডেমোগ্র্যাফিক ডিভিডেন্ডের সদ্ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওই সকল দেশ (বয়স্ক মানুষের দেশ) জনমিতির সুবিধাজনক অবস্থানের দেশসমূহের কর্মক্ষম জনশক্তির ওপর ক্রমেই নির্ভরশীল হয়ে পড়েছে। বর্তমানে বৈশ্বিক জনমিতির সর্বোচ্চ সুবিধাজনক অবস্থানে বাংলাদেশের থাকার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমাদের সরকার এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে তৎপর। ইতোমধ্যে মানবসম্পদ তৈরির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হচ্ছে। দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনই সরকারের মূল উদ্দেশ্য। ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ও ম্যানিলাভিত্তিক আন্তঃদেশীয় রাষ্ট্রীয় সংস্থা কলম্বো প্ল্যান স্টাফ কলেজ (সিপিএসসি) যৌথভাবে তিন দিনের এই সম্মেলনের আয়োজন করেছে।
×